পাল্টে যাবে এফডি বা আরডি-র নিয়ম, নতুন সৃষ্টির উৎসুক বাড়াতে কি পরিবর্তন আনবে এসবিআই?

SBI Rule: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনকার বদলানোর দরকার অনুযায়ী ব্যাংকের পণ্য এবং পদ্ধতি পরিবর্তনের কথা বলেছেন এবং সেই অনুযায়ী পরিবর্তনের উপায় করছেন। এসবিআই এর চেয়ারম্যান সি এস শেঠির মত অনুযায়ী, তিনি রেকারিং ডিপোজিট এবং সিস্টেমটিকে ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি-কে এমন ভাবে বদলাতে চলেছেন যা লোকজনের কাছে চিত্তহারী মনে হবে।

এর পাশাপাশি ব্যাংকের দেওয়া আর্থিক পণ্যগুলিও ধীরে ধীরে পরিবর্তন করা হবে। সিএস শেঠি ভরসা করেন যে গ্রাহকদের আর্থিক চাহিদার কথা মাথায় রেখেই ব্যাংকে তার পণ্য তৈরি করতে হবে। পুঁজি বাড়ানোর জন্য তাদের কাছে উপযোগী হবে এমন টাকা খাটানোর বিষয়ের দিকে দৃষ্টি দিতে হবে। স্টেট ব্যাংক এর জন্য নিজেকে তৈরি করছে, এমনটাই বলেন সিএস শেঠি। সুদের হার না বাড়িয়ে গ্রাহক পরিষেবা কিভাবে বাড়ানো যায়, তার দিকে দৃষ্টি দেবে এসবিআই।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেকারিং ডিপোজিটের ন্যায় পরম্পরায় অংশীদারিত্ব প্রকল্পকে নতুন সময়ের সাথে মিলিয়ে উন্নত করে তুলতে চায়। এই ব্যাংক চাইছে কম্বো প্রোডাক্ট নিয়ে আসার ব্যাপারে যাতে এফডি এবং আরডি-র সুযোগ তো থাকবেই, তার পাশে এসআইপি-র ফিচার্সও থাকবে। এই পণ্যগুলি ডিজিটাল হবে এবং গ্রাহকরা যেকোনো সময় এইগুলি পরীক্ষা করে দেখতে পারবেন। সিএস শেঠি জানায় যুবকদের চিন্তাভাবনা পরিবর্তন হচ্ছে। তাদের নিয়োগের পদ্ধতিও পরিবর্তন হচ্ছে, তাই জেন জির কথা ভেবেই পণ্য প্রস্তুত করতে হবে।

স্টেট ব্যাংক চাইছে তাদের পুঁজি আরো বাড়ানো যায়। এই ব্যাংকের শাখাগুলির একটি বড় নেটওয়ার্ক রয়েছে, সর্বরাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ব্যাংক। গ্রাহকদের সাথে যোগাযোগ করছে এই ব্যাংক, নতুন গ্রাহক যুক্তের কাজও চলছে। কিন্তু এর পরেও সুদের হার নিয়ে কোন প্রতিদ্বন্দ্বিতায় নামবে না স্টেট ব্যাংক।

সুদের হারের সমতা বজায় রাখতে চায় স্টেট ব্যাংক। এই ব্যাংকের এফডি-র ৫০% এখন ডিজিটাল হয়ে গেছে। প্রত্যেকদিন প্রায় ৬০ হাজার সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় এই ব্যাংকে। ব্যাংকের নেক্সট টার্গেট হল পুঁজি ১ লক্ষ কোটিতে নিয়ে আসা।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক