একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, একজন পরিবেশ কর্মী মঙ্গলবার সকালে খসমারা বাজারে একটি গোখরো সাপকে জাল থেকে বের করতে গিয়ে সাপটি তাকে ছোবল দেয়। ঘটনাটি ঘটে হাওড়া জেলার জগৎবল্লভপুরে ইন্দ্রজিৎ নামক একটি পরিবেশ কর্মীর সাথে। তার বাড়ি হাওড়ার দেউলপুরে।
ইন্দ্রজিৎ কে সাপ ছোড় দেওয়ার পরে আরো দেড় ঘন্টা মত তিনি সেখানেই ছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়েন ফলে এলাকার শুভজিৎ মাইতি, তুহিন ঘোষ সহ আরো কিছু লোক মিলে তাকে গাববেড়িয়ারো হাসপাতালে নিয়ে যান।
এরপর সেখানে ইন্দ্রজিৎ কে ১০ ভায়াল এভিএস নামক প্রতিষেধক দেন। তারপর তাকে হাওড়ার উলুবেরিয়া হাসপাতাল ট্রান্সফার করা হয়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই গাড়িতে তার মৃত্যু হয়।
জানা গেছে, পরিবেশ কর্মী ২ দশক সময় ধরে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ করেন। কারুর বাড়িতে বিষাক্ত সাপ থাকলে তাকে ডাকা হতো তার দক্ষতার জন্য তিনি একটি বিশেষ পরিচয় তৈরি করেছিলেন। হাওড়া জেলার বনবিড়াল,সজারু এবং বাঘরোলের মতন আমি হসপিটালে কাজ করেছেন তিনি।