আর জি কর কাণ্ডের পর এবার রাজ্যে হতে চলেছে প্রথম নির্বাচন। জানা যাচ্ছে, এবারের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। রাজ্যের ৬টি রাজ্যে উপনির্বাচন রয়েছে। আগামী ১৩ই নভেম্বর বাংলার নৈহাটি, মাদারিহাট, কোচবিহার, তালডাংরা, হাড়োয়া ও সিতাই-তে উপনির্বাচন রয়েছে।
এই ৬টি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর অনেকেই একাধিক নির্বাচনক্ষেত্র থেকে বিধায়করা ইস্তফা দিয়েছেন। সেইসব জায়গা খালি হয়েছে। তাই সেই জায়গাগুলি ভরাট করতে ফের উপনির্বাচন হতে চলেছে। আগামী ১৩ই নভেম্বর রাজ্য জুড়ে ৬টি জায়গায় শুরু হতে চলেছে উপনির্বাচন।
শুধু বাংলায় নয়, এর পাশাপাশি আরও ১৪টি রাজ্যে ৪২টি আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর পাহাড়ায় যে উপনির্বাচন হবে তাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৮৯টি কোম্পানি আধাসেনা পাঠানো হচ্ছে। তার মধ্যে থাকছে ২৪ কোম্পানি CRPF।
এছাড়া ৩০ কোম্পানি BSF, ১২ কোম্পানি CISF। এছাড়া থাকছে IIBP ১০ কোম্পানি ও SSB ১৩ কোম্পানি। যে ছয়টি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে পাঁচটি কেন্দ্র ছিল তৃনমুলের দখলে।