হাসপাতালে নেই ল্যাব টেকনিশিয়ান। আর তারই জায়গায় চুক্তিভিত্তিক কর্মী করলেন রোগীর ইসিজি। আর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালে লম্বা লাইন। সেইসময় কে ইসিজি করবে তা নিয়ে খোঁজ পড়ে যায়। এরপর একজন চুক্তিভিত্তিক কর্মীকে ধরে আনা হয়। এরপর তিনিই ইউটিউব দেখে ইসিজি করার প্রক্রিয়া দেখতে থাকেন। আর সেই মতন রোগীর ইসিজি করার জন্য উদ্যত হন।
জানা গিয়েছে, এই ভাইরাল ভিডিওটি রাজস্থানের যোধপুরের একটি হাসপাতালের ভিডিও। ওই ভিডিওতে দেখা গিয়েছে, চুক্তিভিত্তিক কর্মীটি ইসিজি করার প্রস্তুতি নিচ্ছেন। কীভাবে ইসিজি করতে হয় তা ইউটিউব দেখে শিখছেন। যে রোগীর ইসিজি করা হচ্ছিল তিনিই ভিডিওটি করেন। সেইসময় ওই কর্মীকে রোগী প্রশ্ন করেন, “আপনি যখন জানেন না, ইসিজি করছেন কেন? ইন্টারনেট দেখে কীভাবে ইসিজি করবেন?”
दीपावली पर स्टाफ की कमी…. कर्मचारी ने यूट्यूब वीडियो देखकर की मरीज की ECG! कहा का वीडियो है इसकी पुष्टि नहीं है।@BhajanlalBjp @GajendraKhimsar @8PMnoCM pic.twitter.com/qlKPQtTblx
— Dr. Ashok Sharma (@ashok_Jodhpurii) November 1, 2024
গোটা ভিডিওতে দেখা গিয়েছে, ওই কর্মীটি মোবাইলের দিকে তাকিয়ে রয়েছেন৷ সেই ভিডিও দেখে তিনি পয়েন্ট নির্ধারণ করছেন কোথায় প্লাগ লাগাবেন। সেইসময় তাকে রোগী বারবার প্রশ্ন করলেও তিনি তার কোনো উত্তর দেননি৷ নিজের মন কাজে চালিয়ে যেতে থাকেন। প্লাগ লাগানোর পর ওই কর্মী রোগীকে প্রশ্ন করেন, “সঠিক পয়েন্টেই লাগানো হয়েছে। আপনার সমস্যা কী?”
এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ল্যাব টেকনিশিয়ানের অনুপস্থিতিতে হাসপাতালের একজন চুক্তিভিত্তিকর কর্মীর রোগীর পরীক্ষা করার বিষয়টি মোটেই ভালো চোখে নেননি সোশ্যাল মিডিয়ার মানুষ। এই ভিডিও ভাইরাল হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়ে।