অবশেষে ‘দেবী চৌধুরানী’ ছবির অফিশিয়াল পোস্টার মুক্তি পেলো। বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছরের মে মাসে। ছবির যে পোস্টার মুক্তি পেয়েছে তাতে রণংদেহি মেজাজে দেখা গিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তার নেপথ্যে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। শ্রাবন্তীর পরনে শাড়ি ও কপালে লাল তিলক ও গলায় রুদ্রাক্ষের মালা। চোখে আগুন দৃষ্টি যেনো তার ভিতরের আগুনকে স্পষ্ট বুঝিয়ে দিয়ে যায়।
পোস্টারে শ্রাবন্তীর নেপথ্যে দেখা যাচ্ছে প্রসেনজিৎকে। তার কপালে লাল তিলক ও গলায় রুদ্রাক্ষের মালা ও মাথায় বাঁধা রয়েছে লাল কাপড়ের ফেট্টি। প্রসেনজিৎ-এর পরনে গেরুয়া বসন। এই ছবির গল্প লেখা হয়েছে বহু আগে। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘দেবী চৌধুরানী’ এর আগেও বহুবার বড় পর্দায় উঠে এসেছে।
দৌর্দণ্ড্যপ্রতাপ ডাকাত রানীর চরিত্রে এর আগেও একাধিক তারকাকে অভিনয় করতে দেখা গিয়েছে। এবার সেই চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমন চরিত্রে অভিনয় করতে গেলে দরকার সঠিক অনুশীলন। আর তাতে কোনও খামতি রাখেননি শ্রাবন্তী। বরং তিনি তালিম নিয়েছেন ঘোড়সওয়ারের এবং রপ্ত করেছেন যুদ্ধকলা।
ছবির প্রথম পোস্টার একেবারে সাড়া ফেলে দিয়েছে। পোস্টারে শ্রাবন্তীর চাহনি ও প্রসেনজিৎ-এর উপস্থিতি সবমিলিয়ে মানুষের মনে ছবির প্রত্যাশা যেনো আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী সহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করেছেন শুভজিৎ মিত্র।
এই ছবির শ্যুটিং হয়েছে ভারতের একাধিক জায়গায়। কখনও উত্তর ভারত আবার কখনও বাংলার কোনও জায়গায় ঘুরে হয়েছে এই ছবির শ্যুটিং। ছবির প্রথম পোস্টার মুক্তির পর এবার ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন সকলে।