বাংলাদেশের নোটে বিরাট বদল, নোট থেকে সরানো হলো বঙ্গবন্ধুর ছবি

বাংলাদেশের নোটে এলো বিরাট বদল। পয়লা জুন থেকে বাংলাদেশের রিজার্ভ ব্যাঙ্ক নতুন নোট প্রকাশ্যে এনেছে। আর এই নোট প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে গিয়েছে চর্চা। নতুন যে নোট প্রকাশ্যে এসেছে তা হলো ২০ টাকা, ৫০ টাকা ও ১০০০ টাকা। আগের নোটগুলিতে ছিল বাংলাদেশের বঙ্গবন্ধুর ছবি। কিন্তু নতুন নোটগুলিতে দেখা গিয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের ছবি।

বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিয়ে নতুন নোটে এমন ছবি যা নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন করে তর্জা। বাংলাদেশের অন্যতম প্রথম সারীর গণমাধ্যম প্রথম আলো-এর সূত্র অনুসারে, গত বছরের মাঝামাঝি সময় হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়। নতুন ইউনুস সরকার নোট ছাপানোর কাজ বন্ধ করে দেয়। জানা যাচ্ছে, নোটগুলিতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার জন্যই ইউনুস সরকার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নোট ছাপার কাজও শুরু হয়। আর সেই নোটের আনুষ্ঠানিক প্রকাশ ঘটেছে রবিবার। সেই নোটে দেখা গিয়েছে, বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে স্বাধীন করার অন্যতম কাণ্ডারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অনুপস্থিতি। আপাতত ৩টি নোট প্রকাশ্যে আনা হয়েছে। সেই নোটগুলি হলো ২০ টাকা, ৫০ টাকা ও ১০০০ টাকা। জানা যাচ্ছে, বাকি নোটগুলিও এভাবেই বদলে ফেলে প্রকাশ্যে আনা হবে।

নতুন ২০ টাকার নোটে মুজিবুরের ছবির জায়গায় রয়েছে কান্তজিউ মন্দিরের ছবি। ৫০ টাকার নোটে মুজিবুরের ছবির জায়গায় রয়েছে আহসান মঞ্জিলের ছবি এবং ১০০০ টাকার নতুন নোটে মুজিবুরের ছবির জায়গায় রয়েছে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ছবি। বাংলাদেশের ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, নতুন নোট বাজারে এলেও পুরোনো নোটগুলি বাতিল হচ্ছে না।

গতবছর আগস্ট মাসে বাংলাদেশে পতন হয়েছে হাসিনা সরকারের। এরপর সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সূচনা হয়। নোবেলজয়ী মহম্মদ ইউনুস দেশের প্রধান হিসেবে ক্ষমতায় বসেন। আর এরপর থেকে একাধিক বদল আনতে দেখা গিয়েছে তাকে। এর পাশাপাশি দেশ জুড়ে ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে মৌলবাদীরা দেশ জুড়ে সক্রিয় হয়ে ওঠে। সেইসময় তারা দেশের নোট থেকে মুজিবুরের ছবি সরানোর দাবি তোলে।

error: Content is protected !!