Priyanka-Nick: স্ত্রী’র বাঁধা চুল খুলতে নাজেহাল অবস্থা জনপ্রিয় পপ তারকা নিক জোনাসের (Nick)। সম্প্রতি সেই হাস্যকর মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka)। আসলে সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানে স্বামীর সাথে গিয়েছিলেন তিনি। সেখানে সেজেগুজে যাওয়ার পর বাড়িতে এসে স্বামীকে বলেন তার মাথার চুল খুলে দিতেন।
তবে সেটি করতে হিমশিম খেয়ে যান নিক। ভিডিওর শুরুতে দেখা যায় নিক বাঁধা চুল খোলার চেষ্টা করছেন আর সেই মুহূর্তের মজা নিচ্ছেন প্রিয়াঙ্কা। তিনি বলেন এটি বেশ কঠিন তার জন্য। তবে শেষ পর্যন্ত তিনি সেটি করে দেখান, আর যেন হাফ ছেড়ে বাঁচেন।
এই ভিডিওটি দেখার পর বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। তাদের সবার মুখে একটাই কথা যে প্রত্যেক মেয়ে যেন নিকের মতোন স্বামী পান। কারণ, শুধু এখনই নয় প্রিয়াঙ্কার সারাক্ষণ খেয়াল রাখেন তিনি। স্ত্রী ও মেয়েকে রীতিমতো আগলে রাখেন সবসময়। এই বিষয়টি বেশ পছন্দ করেন সকলে।
উল্লেখযোগ্য, বলিউডে খ্যাতি লাভের পর হলিউডেও নিজস্ব জায়গা তৈরি করে নিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বর্তমানে গ্লোবাল স্টার। আর ব্যক্তিগত জীবনেও সুখী। যদিও স্বামী নিকের সাথে ১১ বছরের বয়সের তফাৎ তবে তা ভালোবাসার পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।
দু’জনে মিলে সুখে সংসার করছেন গত পাঁচ বছর ধরে। আর তাদের সুখ দ্বিগুণ করে জন্ম হয়েছে একমাত্র কন্যা সন্তান মালতি মেরি চোপড়া জোনাসের। যদিও এখনো মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি অভিনেত্রী, তবে ইতিমধ্যে বিভিন্ন সংবাদেরমাধ্যমের দৌলতে সকলে দেখে নিয়েছেন।
আরও পড়ুন,
মেয়েকে নিয়ে প্রথম দুর্গা পুজো কাঞ্চন-শ্রীময়ীর, মায়ের সিঁদুর খেলা দেখে মুগ্ধ ছোট্ট কৃষভি
