“আহা! কী সুন্দর দুধের মতো শরীর”, তমন্নাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তুমুল সমালোচনার মুখে অন্নু কপূর

‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এর নতুন গান ‘গফুর’-এ নাচের ছন্দে ঝড় তুলেছেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। সৌন্দর্য ও নাচের মেলবন্ধনে মুগ্ধ দর্শক। কিন্তু এই প্রশংসার মধ্যেই অভিনেত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন বর্ষীয়ান অভিনেতা অন্নু কপূর।

সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত ছিলেন অন্নু। সেখানেই তাঁকে তমন্না সম্পর্কে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, “আহা! কী সুন্দর দুধের মতো শরীর।”

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ নেটিজেনরা। তমন্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত হলেও, অতীতে তিনি নিজেই জানিয়েছেন যে এই তকমা তাঁর পছন্দ নয়। তাই অন্নুর মন্তব্যকে অনেকেই “অশালীন ও কুরুচিকর” বলে আখ্যা দিচ্ছেন।

শুধু এখানেই থামেননি অভিনেতা। তমন্নার জনপ্রিয় গান ‘আজ কি রাত’ নিয়ে কটাক্ষ করে বলেন,

“ও বলেছে বাচ্চারা এই গান শুনে খায়-ঘুমোয়! আমি জানতে চাইব, এই বাচ্চাদের বয়স কত? ৭০ বছরের বাচ্চাও হতে পারে।”

আরও যুক্ত করেন,

“বোন, নিজের গান আর দুধের মতো শরীর দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে। দেশের উপকার হচ্ছে।”

এই মন্তব্য ঘিরে এখন তীব্র সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। অনেক নেটাগরিক অন্নুর বয়স ও অবস্থান মনে করিয়ে দিয়ে বলেছেন, “অন্নুজি, আপনার কাছ থেকে এমন মন্তব্য আশা করিনি।”

খবর
আপাতত মুক্তি বর্ষা থেকে, বঙ্গে শীতের আমেজ শুরু কবে থেকে? কী জানাল হাওয়া অফিস

অভিনেত্রী তমন্না ভাটিয়া অবশ্য এই মন্তব্য নিয়ে এখনো কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে নেটপাড়ায় অনেকেই তাঁর পক্ষ নিয়ে বলছেন, “একজন নারী শিল্পীর সৌন্দর্য নিয়ে এমন অশালীন মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”

বিনোদন
Swastika: বাংলায় জন্মে আফসোস স্বস্তিকার, দক্ষিণের বাসিন্দা হওয়ার সাধ মেটালেন এইভাবে

error: Content is protected !!