Sonakshi: বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi) নাকি মা হতে চলেছেন! সম্প্রতি এই বিষয়ে এবার মুখ খুললেন তিনি। মজার ছলে জানিয়ে দিলেন মিডিয়ায় সম্পূর্ণ ভুয়ো খবর ছড়িয়েছে, তিনি মোটেই অন্তঃসত্ত্বা নন।
আসলে আমরা দেখেছি যদি কোনো অভিনেত্রী ঢিলেঢালা পোশাক পরেন বা পেটে হাত দিয়ে ছবি তোলেন তাহলে মিডিয়ার লোকজন ধরেই নেয় যে খুব শীঘ্রই সন্তানের জন্ম দিতে চলেছেন ওই অভিনেত্রী। তবে সবসময় তেমনটা হয় না। এই বিষয়টাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন সোনাক্ষী।
বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে অসাধারণ সুন্দর একটি পোশাকে দেখা গিয়েছে। সম্পূর্ণ ভারতীয় সাজে ধরা দিয়েছিলেন তিনি। তবে সবথেকে বেশি নজর কেড়েছে সেই ছবিতে ব্যবহার করা ক্যাপশনটি। কারণ, সেখানে মজার ছলে তিনি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর উড়িয়ে দিয়েছেন।
লিখেছেন, ‘মানব ইতিহাসে দীর্ঘতম গর্ভাবস্থার বিশ্ব রেকর্ডধারী (আমাদের সুন্দর এবং অতি বুদ্ধিমান মিডিয়া অনুসারে ১৬ মাস এবং তারও বেশি) কেবল মাঝখানে হাত দিয়ে পোজ দেওয়ার জন্য। আমাদের প্রতিক্রিয়ার জন্য শেষ স্লাইডে স্ক্রোল করুন এবং তারপর এই দীপাবলিতে চমকে দিন।’
অন্যদিকে আরেকটি ভিডিওতেও জাহির এই বিষয়টিকে মজার ছলে তুলে ধরেছিলেন। ছবি তোলার সময় তিনি হঠাৎ করেই সোনাক্ষীর পেটে হাত দিতে যান আর বলেন তিনি নাকি মা হতে চলেছেন। তবে এটি খুনসুটি করেই করেছিলেন তিনি। আর এবার অভিনেত্রী সকলকে জানিয়ে দিলেন এই খবর সম্পূর্ণ ভুয়ো।
#sonakshi #jaheer #aslisona