দৈনন্দিন ব্যস্ত জীবনে মেকআপ করার জন্য আলাদা সময় বের করা বেশ কঠিন। তবে মাত্র ৫ মিনিটেই যদি পাওয়া যায় পারফেক্ট মেকআপ লুক, তাহলে কেমন হয়? শুনতে অবিশ্বাস্য লাগলেও, কয়েকটি সহজ টিপস ও হ্যাকস মেনে চললেই সম্ভব ঝটপট সাজগোজ।
চলুন দেখে নেওয়া যাক— মাত্র পাঁচ মিনিটেই কীভাবে ত্বকে আনবেন এয়ারব্রাশড গ্লো ও ফ্রেশ লুক
১. ময়েশ্চারাইজারের সঙ্গে ফাউন্ডেশন মিক্স করুন
চটজলদি মেকআপে ফাউন্ডেশন ব্লেন্ড করা অনেকের কাছেই ঝামেলার। কিন্তু ফাউন্ডেশনের সঙ্গে অল্প ময়েশ্চারাইজার বা সিরাম মিশিয়ে নিলে সহজে ব্লেন্ড হবে এবং মুখে আসবে গ্লোয়িং, হাইড্রেটেড লুক।
২. নাকের চারপাশে কনসিলার লাগান
নাকের আশেপাশের জায়গায় অল্প কনসিলার লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। এতে চেহারায় আসবে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা ও ফ্রেশনেস— ঠিক যেন ফিল্টার দেওয়া ছবির মতো!
৩. চোখে ফ্রেশ লুক আনুন কনসিলারের মাধ্যমে
চোখ ক্লান্ত লাগছে? চোখের বাইরের কোণে অল্প ক্রিম কনসিলার লাগিয়ে উপরের দিকে ব্লেন্ড করুন। মুহূর্তেই চোখ দেখতে হবে লিফটেড ও ফ্রেশ।
৪. ব্লাশ দিতে ভুলবেন না
সময় কম হলেও ব্লাশ স্কিপ করবেন না। এটি মুখে হেলদি গ্লো আনে ও লুকে যুক্ত করে সতেজতা। এখনকার ট্রেন্ডেও ব্লাশ বেশ জনপ্রিয়।
৫. আইল্যাশ কার্ল করা জরুরি
মাশকারা লাগানোর আগে মাত্র কয়েক সেকেন্ড সময় নিয়ে আইল্যাশ কার্ল করে নিন। এতে চোখ হবে আরও এক্সপ্রেসিভ ও সুন্দর।
৬. আইব্রো জেল দিয়ে আইল্যাশ প্রাইম করুন
একটি দুর্দান্ত হ্যাক— মাশকারার আগে আইব্রো জেল এক কোট লাগিয়ে নিন। এতে আইল্যাশ হবে বেশি ডিফাইন, আর মাশকারাও লাগবে নিখুঁতভাবে।
৭. ব্লাশকে আইশ্যাডো হিসেবে ব্যবহার করুন
সময় কম? আলাদা আইশ্যাডোর দরকার নেই! আপনার ব্লাশের শেডটি আইলিডে লাগিয়ে ফেলুন। এতে চোখে আসবে ব্রাইট ও ফ্রেশ লুক।
৮. লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো ব্যবহার
কাজল দিলে চোখ ছোট লাগে? তার বদলে ব্রাউন আইশ্যাডো ব্যবহার করুন। এতে চোখ হবে বড় ও পলিশড দেখাবে।
৯. চোখে হাইলাইটার ব্যবহার করুন
আইব্রো বোন ও ইনার কর্নারে হাইলাইটার লাগান, আর ওয়াটার লাইনে ন্যুড আইপেন্সিল ব্যবহার করুন। এতে চোখ দেখতে লাগবে উজ্জ্বল ও ওপেন।
১০. লিপ কনট্যুরিং ও হাইলাইটিং
লিপস বড় ও ফুলার দেখাতে নিচের ঠোঁটের নিচে অল্প কনট্যুর পাউডার ব্লেন্ড করুন এবং কিউপিডস বো-তে হাইলাইটার লাগান। মাত্র কয়েক সেকেন্ডেই পাবেন গ্লসি, শেপড লিপস।
#makeuptips