সত্তরের দশকে উত্তর কলকাতার ফাটাকেষ্টর কালীপুজোর ছিল অপার জাঁকজমক। সে সময় উত্তমকুমার প্রায় প্রতি বছরই যেতেন সেই পুজোয়। এমনকি ‘দো অনজানে’-র শুটিং করতে এসে ফাটাকেষ্টর অনুরোধে পুজোয় হাজির হয়েছিলেন স্বয়ং অমিতাভ বচ্চনও। মঞ্চে উঠে ‘নমক হারাম’ ছবির সংলাপ শোনানোর পাশাপাশি দেবীকে হিরের নাকছাবি উপহার দিয়েছিলেন বলিউডের এই ‘শাহেনশা’। সেই সময় বিনোদ খন্না, রাজেশ খন্না থেকে বাংলার অসংখ্য তারকার আনাগোনা ছিল ফাটাকেষ্টর পুজোয়। মানত পূর্ণ হলে সোনার গয়নায়, বেনারসি ও নগদ অর্থে ভরে উঠত মন্দির প্রাঙ্গণ।
ঠিক সেই দৃশ্যই যেন এখন পুনরাবৃত্তি হচ্ছে নৈহাটির বড়মার মন্দিরে। বিগত কয়েক বছর ধরে এই মন্দিরে দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির তারকাদের আগমন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়— এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসেছেন দেবীর দর্শনে।
এই বছর দেবীর সাজে থাকছে তারকাদের বিশেষ উপহার।
মন্দিরের সম্পাদক তাপস ভট্টাচার্যের কথায়, “এ বছর অভিনেত্রী অপরাজিতা আঢ্য দেবীর জন্য পাঠিয়েছেন রুপোর তোড়া। পুজোর দিন সেটি দেবীর পায়ে পরিয়ে দেওয়া হবে।” অপরদিকে, পরপর তিনটি ছবি— ‘খাদান’, ‘ধূমকেতু’, ‘রঘু ডাকাত’— বাণিজ্যসফল হওয়ার পর দেব মানত পূরণে দেবীর জন্য পাঠিয়েছেন এক বহুমূল্য বেনারসি শাড়ি। তবে দেবী তা পরবেন না, বরং দেবীর বিশাল মূর্তির পেছনে সেই শাড়িগুলি টাঙিয়ে দেওয়া হয় এবং সেই ছবিগুলি পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট ভক্তদের কাছে।
তাপসবাবু জানিয়েছেন, শুধু অপরাজিতা বা দেবই নন, আরও অনেক তারকা মানত পূরণে দেবীকে গয়না ও অর্থ দান করেন। প্রণামীর বাক্সে উপহার রাখার নিয়ম থাকায় অনেকের নাম প্রকাশ্যে আসে না।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও নিয়মিত দর্শনার্থী। তিনি একাধিকবার বেনারসি শাড়ি উপহার দিয়েছেন বড়মাকে। তাঁর প্রার্থনা পূর্ণ হওয়ার পর ‘দেবী চৌধুরাণী’ ছবির মুক্তির আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পরিচালক শুভ্রজিৎ মিত্রকে নিয়ে পুজো দিতে এসেছিলেন তিনি। একইভাবে, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং ইধিকা পালকেও একাধিকবার দেখা গিয়েছে দেবের সঙ্গে এই মন্দিরে।
তবে মন্দির কর্তৃপক্ষের মতে, বড়মা কেবল তারকাদের নন— সকলের দেবী। সম্পাদক তাপস ভট্টাচার্যের ভাষায়,
“বড়মা খ্যাতনামী বা অখ্যাত— কারও মধ্যে ভেদ করেন না। মন থেকে ডাকলে তিনি সাড়া দেন সবার ডাকে।”
এ বছর তাই নৈহাটির বড়মার পুজোয় আবারও দেখা মিলবে দেবীর গায়ে রুপোর তোড়া, পেছনে দেবের বেনারসি, আর চারপাশে অগণিত ভক্তের ভক্তি ও বিশ্বাসের জোয়ার।
বিনোদন
Raj-Subhasree: একে অপরকে আলিঙ্গনে বেঁধে রেখেছেন রাজ-শুভশ্রী! ছবি দেখে কী বললেন ভক্তরা? জানুন
#NaihatiBaroma #KaliPuja #Dev #AparajitaAdhya #ProsenjitChatterjee #SubhashreeGanguly #SrabantiChatterjee #BengaliCinema #TollywoodStars #CelebrityOfferings #GoddessWorship #DeviChoudhurani #Dhumketu #RaghuDakat #Khadan #MamataBanerjee #Anjali #VowFulfilled #BengalNews #FestivalVibes