Vodafone Idea: দারুন সুখবর! ৩৬৫ দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান আনল ভোডাফোন আইডিয়া

দেশের অন্যতম টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) গ্রাহকদের নেটওয়ার্কে ধরে রাখতে একাধিক আকর্ষণীয় ও সাশ্রয়ী রিচার্জ প্ল্যান অফার করছে। সংস্থার সাম্প্রতিক TRAI রিপোর্টে দেখা গিয়েছে, ভি (Vi) এখনও গ্রাহক হারাচ্ছে, তবে তার মধ্যেও কোম্পানি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে। ইতিমধ্যে সংস্থাটি দেশের বেশ কিছু শহরে 5G পরিষেবা চালু করেছে।

এখন ভোডাফোন আইডিয়ার পোর্টফোলিওতে এমন একাধিক বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে, যা গ্রাহকদের সারা বছর নিরবচ্ছিন্ন পরিষেবা উপভোগের সুযোগ দেয়। বিশেষ করে, সংস্থার সবচেয়ে সস্তা ৩৬৫ দিনের প্ল্যান এখন আলোচনায়।

ভোডাফোন আইডিয়ার ৩৬৫ দিনের সস্তা প্ল্যান – ₹1849

এই প্রিপেইড প্ল্যানটির দাম ₹1849, যা মূলত 2G ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। TRAI-এর নির্দেশ অনুযায়ী, এটি একটি ডেটা-ছাড়া প্ল্যান।
এই প্ল্যানে গ্রাহকরা পাবেন:

অসীম কলিং সুবিধা (Unlimited Calls)

ফ্রি ন্যাশনাল রোমিং (Free National Roaming)

মোট 3600 ফ্রি SMS
এক বছরের জন্য যাঁরা শুধু কথা বলার সুবিধা চান, তাঁদের জন্য এই প্ল্যানটি নিঃসন্দেহে সেরা।

খবর
সস্তায় আনলিমিটেড ডেটা! Jio- এর এই প্ল্যান চলবে ৮৪ দিন, সঙ্গে OTT সহ একগুচ্ছ সুবিধা

Vi-এর বার্ষিক ডেটা প্ল্যান – ₹3599 ও ₹3799

ডেটা ব্যবহারে আগ্রহীদের জন্য Vi-এর দুটি প্রিমিয়াম ৩৬৫ দিনের প্ল্যানও রয়েছে — ₹3599 ও ₹3799।
দুটি প্ল্যানেই গ্রাহকরা পাবেন:

প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা

Unlimited 5G সুবিধা

অসীম কলিং ও ফ্রি ন্যাশনাল রোমিং

প্রতিদিন 100টি ফ্রি SMS

Weekend Data Rollover

রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা

তবে ₹3799 টাকার প্ল্যানটিতে অতিরিক্তভাবে রয়েছে Amazon Prime Lite-এর বিনামূল্যের সাবস্ক্রিপশন, যা সস্তা ₹3599 প্ল্যানে পাওয়া যায় না।

সারসংক্ষেপ

যাঁরা ডেটা ব্যবহার করেন না, তাঁদের জন্য ₹1849 টাকার প্ল্যানটি এক বছরের সাশ্রয়ী বিকল্প। অন্যদিকে, যারা 5G ও হাই-স্পিড ইন্টারনেট চান, তাঁদের জন্য ₹3599 ও ₹3799 টাকার প্ল্যান দুটি আরও লাভজনক।

সংক্ষেপে বলা যায়, Vodafone Idea তাদের ব্যবহারকারীদের জন্য দিচ্ছে সারা বছরের নিরবচ্ছিন্ন সংযোগের নিশ্চয়তা — কথা বলা হোক বা ইন্টারনেট ব্যবহার, প্রত্যেকের জন্যই রয়েছে উপযুক্ত বিকল্প।

খবর
SGB: ১৫৩% লাভ! সভরিন গোল্ড বন্ডে বিনিয়োগকারীদের মুখে হাসি, ঘোষণা করল RBI

#VodafoneIdea

error: Content is protected !!