মায়ের শাড়িতে স্মৃতিমেদুর জয়া আহসান, জানালেন মায়ের প্রতি আবেগের কথা

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার মাতালেন মায়ের ভালোবাসায়। কাজের দুনিয়ায় যেমন টলিপাড়া থেকে বলিউড পর্যন্ত নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন, তেমনি ব্যক্তিগত জীবনের আবেগেও ভরপুর তিনি। সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের মায়ের শাড়ি পরে একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন জয়া, আর সেই সঙ্গেই জানালেন এক মিষ্টি স্মৃতির গল্প।

ছবিগুলিতে দেখা যায়, নীল ও কমলা রঙের শাড়িতে সাবেকি সাজে সেজে উঠেছেন অভিনেত্রী। গলায় ভারী হাঁসুলি, ঝোলা হার, হাতে আংটি, শাখা-পলা ও একগুচ্ছ চুড়িতে রাজকীয় আবেদন ছড়াচ্ছেন তিনি। তবে সাজ নয়, বেশি নজর কাড়ল তাঁর লেখা।

জয়া আহসান

জয়া পোস্টে লিখেছেন, “এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর। এগুলো আমার মায়ের বিয়ের ও বৌভাতের শাড়ি। বাবা কিনে নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা।”

বিনোদন
আমেরিকা থেকে তুলসীর পরিবারের পথে বিল গেট্‌স! ‘কিউঁ কি সাঁস ভি কভি বহু থি’-তে ঐতিহাসিক মুহূর্তের ইঙ্গিত স্মৃতি ইরানির

তিনি আরও যোগ করেছেন, “এই দুটো শাড়ি নিয়ে সেই কিশোরী বেলা থেকে আমরা দুই বোন কী কাড়াকাড়িটাই না করেছি! আমি বলতাম নীল টা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লাল টা। এখন বুঝি—এই দুটো শাড়িই আমাদের কাছে অমূল্য সম্পদ।”

মায়ের প্রতি ভালোবাসা ও টান প্রসঙ্গে জয়া লিখেছেন, “মৌসুমী ভৌমিকের গানের সেই লাইনটা—‘কিছু ফেলতে পারি না’, ঠিক সেই অবস্থাই আমার। মায়ের যত পুরনো শাড়ি, বিয়ের শাড়ি, এমনকি আমার জন্মের আগের স্বাদ ভক্ষণের শাড়িও যত্নে রেখে দিয়েছি আলমারিতে। ন্যাপথলিনের গন্ধে মিশে আছে এক আত্মকথার ইতিহাস।”

মায়ের স্মৃতি আর আবেগে ভরা জয়াকে দেখে নেটিজেনরাও আবেগাপ্লুত। কেউ লিখেছেন, “মায়ের মতো সুন্দর স্মৃতি ধরে রাখার মানুষ খুব কমই আছে।” আবার কেউ বলেছেন, “এই জন্যই জয়া আলাদা — রূপে নয়, অনুভূতিতেও।”

বিনোদন
নিজের কুমারত্ব হারানোর বয়স ফাঁস করলেন কর্ণ জোহর, শুনে হতবাক জাহ্নবী কপূর!

#JayaAhsan #মায়েরশাড়ি #BanglaCinema #EmotionalPost

error: Content is protected !!