মাস শেষ হতেই বঙ্গে শুরু হতে চলেছে এসআইআর, দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, রাজ্যে যেকোনো দিন শুরু হতে পারে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা। এবার সেই দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। আর তারপরই বেড়ে গিয়েছে যাবতীয় তৎপরতা। ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ১লা নভেম্বর থেকে রাজ্য শুরু হতে চলেছে এসআইআর। তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, ২০২৬ সালে নির্বাচন আসন্ন এমন পাঁচটি রাজ্যে শুরু হয়ে যাবে এসআইআর। এবার সেই কাজের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যগুলিতে।

ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ বৈঠক সম্পন্ন হয়েছে তাতেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এরপরই নির্বাচন কমিশনের তরফে সংশ্লিষ্ট দপ্তরগুলিতে পাঠানো হয়েছে বিভিন্ন নির্দেশিকা। খুব শীঘ্রই ১লা নভেম্বর এসআইআর চালু হওয়ার বিজ্ঞপ্তি জারি করা হবে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যগুলিতে। আর সেই কারণে ডাকা হবে বৈঠক। সেই বৈঠক যেমন হবে রাজ্যস্তরে, তেমনই জেলাস্তরে হবে সেই বৈঠক। বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের ডাকা হবে।

তবে এর পাশাপাশি ওই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধি সহ জেলাস্তরের জেলাশাসকদেরও। বৈঠকের সমস্ত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে। আর এই রিপোর্ট খতিয়ে দেখার জন্য নতুন একটি টিম তৈরি করা হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর-এর কাজে কোনো বিলম্ব বরদাস্ত হবে না। এর পাশাপাশি সরকারি কর্মীরা কমিশনের কাজে যুক্ত থাকবে। কোনো কাজে গাফিলতি করলে ওই কর্মীর উপর উপযুক্ত আইনি ব্যবস্থা নেবে কমিশন।

এসআইআর শুরু করার আগে বিএলও-দের সাতদিন সময় দেওয়া হবে। নির্বাচনী আধিকারিকদের সঙ্গে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এর পাশাপাশি এসআইআর-এর কাজে যুক্ত কর্মীরা জাতীয় নির্বাচন কমিশনের হয়ে ওইসময় কাজ করলে তাদের আর অন্য কাজ করতে হবে না বলেও আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি রাজ্যকে নির্দেশ করে বলা হয়েছে, ওইসময় কোনও কর্মীকে বদলি করা যাবে না। অর্থাৎ খুব শীঘ্রই এসআইআর শুরু হয়ে যেতে পারে, আর তাই সবমিলিয়ে তৎপরতা তুঙ্গে।

#sir #westbengal #electioncommissionofindia

error: Content is protected !!