মুর্শিদাবাদের কূপতলায় বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন রেন্টু শেখ নামে এক যুবক। অভিযোগ, ৩০০ মিটার টেনে নিয়ে যায় বাসটি। এলাকায় চাঞ্চল্য।
মুর্শিদাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনা, প্রাণ হারালেন এক যুবক। শনিবার সন্ধ্যায় রানিনগর থানার কূপতলায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। অভিযোগ, যাত্রীবোঝাই বাসটি রেন্টু শেখ নামে স্থানীয় এক যুবককে প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে যায়, যার ফলে ঘটনাস্থল জুড়ে চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, সাগরপাড়া থেকে শেখপাড়ার দিকে যাচ্ছিল ওই বাসটি। কূপতলা এলাকায় বাসটি সামান্য গতি কমালে তার পিছনে ওঠার চেষ্টা করেন রেন্টু শেখ। কিন্তু ঠিক সেই সময় বাসটি হঠাৎ গতি বাড়াতেই তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান রাস্তায়। দুর্ভাগ্যবশত, তাঁর পরনের পোশাকের অংশ আটকে যায় বাসের বাম্পারে, এবং সেই অবস্থায় তাঁকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। এরপর কিছুটা পথ গিয়েই বাসটি থামানো হয়। গুরুতর আহত অবস্থায় রেন্টুকে উদ্ধার করে প্রথমে রানিনগরের গোধনপাড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। দুঃখজনকভাবে, বহরমপুর পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাঁর।
দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে বাসচালক বাস নিয়ে পালিয়ে যান। পরে তিনি বাসটি রানিনগর থানার কাছে ফেলে রেখে এলাকা ছেড়ে চলে যান। পুলিশ ঘাতক বাসটি বাজেয়াপ্ত করেছে, তবে চালক এখনও পলাতক।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই রাস্তায় প্রায়ই অতিরিক্ত গতিতে বাস চলাচল করে, এবং প্রশাসনের উচিত এ বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া।
খবর
পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম: সাধারণ মানুষ পেল বড় স্বস্তি
#MurshidabadAccident #BusTragedy #WestBengalNews #RoadSafety #Raninagar #BreakingNews #BengalUpdates
