রাজ্যে বিশেষ Summary Revision বা SIR–এর ফর্ম বিলি দ্রুতগতিতে চলছে। বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে সংশোধন ও নাম অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ফর্ম। কিভাবে তা পূরণ করতে হবে, সে সম্পর্কেও দেওয়া হচ্ছে বিস্তারিত দিকনির্দেশ। তবুও বহু নাগরিকের মনে রয়ে গেছে একাধিক প্রশ্ন। কেউ ফর্ম পূরণ করতে সমস্যায় পড়ছেন, আবার অনেকেই অভিযোগ করছেন—এখনও পর্যন্ত তাঁদের হাতে ফর্ম পৌঁছয়নি।
এই পরিস্থিতিতেই বিশেষ উদ্যোগ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। SIR চলাকালীন ফর্ম বিলি সংক্রান্ত কোনও সমস্যা হলে দ্রুত অভিযোগ জানানোর জন্য চালু করা হয়েছে আলাদা হেল্পলাইন। ফোন, হোয়াটসঅ্যাপ ও ইমেলের মাধ্যমে সাধারণ মানুষ এখন সহজেই জানাতে পারবেন তাঁদের সমস্যার কথা।
নির্বাচনী দফতর জানাচ্ছে, SIR ফর্ম না পেলে নাগরিকরা সরাসরি অভিযোগ জানাতে পারেন নির্দিষ্ট নম্বরে। অভিযোগের জন্য চালু করা হয়েছে বহু-উপায় যোগাযোগ ব্যবস্থা—
হেল্পলাইন নম্বর: ১৯৫০, ২২৩১০৮৫০
হোয়াটসঅ্যাপ নম্বর: ৯৮৩০০৭৮২৫০
ইমেল: (দফতরের নির্দিষ্ট ইমেল আইডি)
আরও পড়ুন
এসআইআর ফর্ম জমা: কোন নথি লাগবে? স্পষ্ট জানালো কমিশন
এছাড়া অভিযোগ জানানোর প্রক্রিয়াও করা হয়েছে সম্পূর্ণ সহজ। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বা ইমেলে নিজের ঠিকানা, ভোটকেন্দ্রের নম্বর ও সমস্যার বিবরণ পাঠালেই কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ৯৯.১৬% SIR ফর্ম বিতরণ সম্পন্ন হয়েছে। সারা দেশের মোট ১২টি রাজ্যের এন্যুমারেশন রিপোর্টে বাংলার এই সাফল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে কমিশন।
সব মিলিয়ে SIR–সম্পর্কিত কাজকে আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন পদক্ষেপ নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ফর্ম না পেয়ে থাকলে অপেক্ষা না করে আজই জানিয়ে দিন অভিযোগ—এটাই এখন দফতরের বার্তা।
আরও পড়ুন
SIR ফর্মে ভুল হলে কী করবেন? জানাল নির্বাচন কমিশন—ভোটারদের বিভ্রান্তি দূর করল গুরুত্বপূর্ণ নির্দেশিকা
