দক্ষিণ ২৪ পরগনায় ‘আমাদের পাড়া’ প্রকল্পে ৪০ হাজার কাজ

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় দৈনন্দিন সমস্যা মেটাতে দ্রুত পদক্ষেপ শুরু করেছে জেলা প্রশাসন। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে জমা পড়া আবেদনগুলির ভিত্তিতে জেলার বিভিন্ন ব্লক ও পুরসভায় শুরু হয়েছে একাধিক উন্নয়নমূলক কাজ। সর্বমোট ৪০ হাজারের বেশি প্রকল্প হাতে নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে। এসব কাজের জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪১৬ কোটি টাকা।

টিউবওয়েল–রাস্তা–নিকাশিতে নজর

সাগরের ধসপাড়া সুমতিনগর পঞ্চায়েত এলাকার এক গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। সেই গ্রামবাসীদের আবেদনের পর ব্লক প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে ২ লক্ষ টাকার বেশি ব্যয়ে নতুন টিউবওয়েল স্থাপন করেছে।

অন্যদিকে, বিষ্ণুপুরের আমগাছিয়ায় একটি পাড়ার রাস্তা বহুদিন ধরে অচলাবস্থায় ছিল। শিবিরে বিষয়টি জানানো মাত্রই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে সংস্কারের কাজ শুরু করেছে প্রশাসন।

জেলার বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট সংস্কার, গলির মুখ মেরামত, নিকাশির উন্নতি, স্ট্রিট লাইট বসানো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নবীকরণ এবং নতুন টিউবওয়েল স্থাপনের মতো অসংখ্য কাজ এখন রূপ নিচ্ছে বাস্তবায়নে।

কোন ব্লকে কত কাজ?

রাজপুর–সোনারপুর পুরসভা এলাকায় জমা পড়েছে এক হাজারের বেশি আবেদন। চেয়ারম্যান পল্লব দাসের কথায়, বেশিরভাগ ক্ষেত্রেই পাড়ার ভাঙাচোরা রাস্তা ও ছোটখাটো গলির সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখানকার বুথভিত্তিক বরাদ্দ থেকেই কাজ সম্পন্ন হবে।

বিষ্ণুপুর ১ ব্লক-এ প্রায় ১,৫০০টি প্রকল্পের কাজ হবে। স্কুল–অঙ্গনওয়াড়ির সংস্কার, কালভার্ট ও কমিউনিটি হল নির্মাণও রয়েছে তালিকায়। মোট বরাদ্দ ২১ কোটি টাকা।

একইভাবে সোনারপুর ব্লকের দুই বিধানসভায়ও জমা পড়েছে প্রায় দেড় হাজারের মতো প্রস্তাব, যেগুলির কাজ পর্যায়ক্রমে শুরু হবে বিভিন্ন পঞ্চায়েত এলাকায়।

জানুয়ারির মধ্যেই শেষ করার লক্ষ্য

জেলা প্রশাসনের দাবি, আগামী জানুয়ারির মধ্যেই সব কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। সেই মতো প্রতিটি ব্লকে জোরকদমে চলছে প্রস্তুতি—টেন্ডার বেরোনো, ওয়ার্ক অর্ডার প্রদান এবং মাঠপর্যায়ে প্রাথমিক কাজ।

আরও পড়ুন
LIC-এর নতুন শিশু মানি ব্যাক পলিসি: অভিভাবকদের জন্য বড় ভরসা

দক্ষিণ ২৪ পরগনার উন্নয়নকে গতিমুখ দিতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ উদ্যোগ যে নতুন আশা তৈরি করেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠছে জেলার বিভিন্ন অলিগলি ও গ্রামাঞ্চলে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক