আরও বিপাকে অনিল অম্বানী, ইডি বাজেয়াপ্ত করল ১৪০০ কোটির বেশি সম্পত্তি

রিলায়্যান্স গ্রুপের চেয়ারম্যান অনিল অম্বানীর বিপদ আরও বেড়ে গেল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁর ১৪০০ কোটিরও বেশি মূল্যের সম্পত্তি নতুন করে বাজেয়াপ্ত করেছে। পিটিআই সূত্রে জানা গিয়েছে, আর্থিক তছরুপ সংক্রান্ত একাধিক মামলার তদন্তে নেমে এর আগেই ইডি অনিল অম্বানীর প্রায় ৭৫০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। নতুন পদক্ষেপে মোট বাজেয়াপ্ত অঙ্ক দাঁড়াল প্রায় ৯ হাজার কোটি।

ইডির দাবি, ব্যাঙ্ক প্রতারণা-সহ আর্থিক অনিয়মের তদন্তের সূত্রেই এই সম্পত্তি জব্দের সিদ্ধান্ত। সংস্থার তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, বাজেয়াপ্ত সম্পত্তিগুলির মধ্যে রয়েছে বিভিন্ন সংস্থার শেয়ার, জমি, বাড়ি ও অন্যান্য আর্থিক সম্পদ।

এদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত অনিল অম্বানী বা তাঁর সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে কর্পোরেট মহলে এই ঘটনা রীতিমতো আলোচনার কেন্দ্রে।

উল্লেখ্য, ব্যাঙ্ক প্রতারণার মামলায় গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্ট অনিল অম্বানীকে নোটিস পাঠায়। শুধু তাঁকেই নয়, একই মামলায় ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় সরকারকেও নোটিস দিয়ে জবাবদিহি তলব করা হয়। তার পরপরই ইডির এই নতুন পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আইন বিশেষজ্ঞদের ধারণা, তদন্ত আরও দ্রুতগতিতে এগোতে পারে এবং অম্বানী গোষ্ঠীর আর্থিক কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির নজরদারি আরও কঠোর হতে পারে। সব মিলিয়ে, ধীরুভাই অম্বানীর ছোট ছেলের জন্য বিপদ যে এখনও কাটছে না, তা ফের স্পষ্ট হয়ে গেল।

FAQ

১. প্রশ্ন: অনিল অম্বানীর কত মূল্যের সম্পত্তি নতুন করে বাজেয়াপ্ত করেছে ইডি?
উত্তর: ইডি নতুন করে অনিল অম্বানীর প্রায় ১৪০০ কোটিরও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

২. প্রশ্ন: মোট কত টাকার সম্পত্তি এখন পর্যন্ত বাজেয়াপ্ত হলো?
উত্তর: আগের ৭৫০০ কোটি-র সঙ্গে মিলিয়ে এখন মোট বাজেয়াপ্ত সম্পত্তির অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার কোটি টাকা।

৩. প্রশ্ন: কোন মামলার তদন্তে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে?
উত্তর: ব্যাঙ্ক প্রতারণা-সহ আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তের ভিত্তিতে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

৪. প্রশ্ন: সুপ্রিম কোর্ট কেন অনিল অম্বানীকে নোটিস পাঠিয়েছিল?
উত্তর: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তার জবাবদিহি জানতে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্ট অনিল অম্বানীকে নোটিস পাঠায়। একই সঙ্গে ইডি, সিবিআই ও কেন্দ্রীয় সরকারকেও নোটিস পাঠানো হয়।

আরও পড়ুন
বাংলাদেশিদের ব্যবসায়িক ভিসা ফের দিচ্ছে ভারত

৫. প্রশ্ন: অনিল অম্বানী বা তাঁর সংস্থা কি কোনও প্রতিক্রিয়া জানিয়েছে?
উত্তর: না, এখনও পর্যন্ত অনিল অম্বানী বা তাঁর সংস্থার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক