দুই বাংলার অভিনয়জগতে সমানভাবে জনপ্রিয় জয়া আহসান। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহু বছর ধরেই তিনি বাংলা ছবির দর্শকদের অন্যতম প্রিয় মুখ। আর তাঁর সঙ্গে পর্দা ভাগ করে নেওয়া অভিনেতারা একাধিকবার প্রশংসা করেছেন তাঁর অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব এবং জনপ্রিয়তা নিয়ে। এবার সেই তালিকায় আবারও যোগ হল আবির চট্টোপাধ্যায়ের নাম।
ভারতে জয়া প্রথম কাজ করেছিলেন সুজয় ঘোষের আবর্ত ছবিতে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন আবির। এরপর থেকে দু’জনকে একসঙ্গে দেখা গেছে একাধিক সফল ছবিতে। চলতি বছর মুক্তি পাওয়া পুতুলের ইতিকথাতেও আবার জুটি বেঁধেছেন দুই তারকা।
জয়ার জনপ্রিয়তা কতটা? প্রশ্ন শুনেই মুগ্ধতার গল্প…
এই সময় ডিজিটালের পক্ষ থেকে যখন আবিরকে জিজ্ঞাসা করা হয়, জয়া নাকি বলেছেন ভক্তরা আবিরকে খুব ভালোবাসেন— তখন সেই প্রশ্ন শুনেই হাসিমুখে উত্তর দেন তিনি।
আবিরের সোজাসাপ্টা স্বীকারোক্তি—
“জয়া আমার ভক্তদের কথা বলেছে? আমি তো ওর সঙ্গে যতবার প্রচারে গিয়েছি, দেখেছি ওকে নিয়ে মানুষের কী অবিশ্বাস্য উন্মাদনা!”
আবির জানালেন, কোথাও শুধু ভিড় নয়, জয়াকে ঘিরে উত্তেজনা এতটাই, যা ভাষায় প্রকাশ করা মুশকিল। প্রচার মঞ্চ থেকে শুরু করে সাধারণ দর্শকের ভিড়— সর্বত্রই নাকি জয়া ঝড়।
কলেজে গিয়ে দেখা মিলেছিল ‘জয়া-উন্মাদনা’র
মজার একটি অভিজ্ঞতাও শেয়ার করলেন আবির।
তার ভাষায়—
“একবার একটি কলেজে জয়াকে নিয়ে গিয়েছিলাম। শুধু ছাত্র-ছাত্রী নয়, প্রফেসর রুমেও জয়াকে নিয়ে কী পাগলামি হতে পারে তা আমি সেদিন দেখলাম। ও আমাকে নিয়ে যে মন্তব্য করেছে সেটা ওর ভদ্রতা, কিন্তু জয়ার প্রতি মানুষের যে অগাধ মুগ্ধতা— তা সত্যিই বিস্ময়কর।”
ইন্ডাস্ট্রিতেও সমান জনপ্রিয় জয়া
শুধু দর্শক নয়, টলিউডের অনেকের মধ্যেও জয়াকে নিয়ে আলাদা উন্মাদনা রয়েছে বলেও জানান আবির। সহ-অভিনেত্রীর প্রশংসায় তিনি বলেন—
“ইন্ডাস্ট্রির বহু সহকর্মী আছেন যারা জয়াকে প্রচণ্ড ভালোবাসেন। আর সেটা স্বাভাবিক, কারণ ও একজন অসাধারণ অভিনেত্রী। এই জনপ্রিয়তা ও ডিজার্ভ করে।”
জয়ার সঙ্গে কাজ করে আরও জনপ্রিয় হওয়ার দাবি আবিরের
জয়ার সঙ্গে অভিনয় করা তাঁর নিজের কর্মজীবনের জন্যও উপকারী হয়েছে বলে স্বীকার করেন আবির।
“জয়ার সঙ্গে কয়েকটি ছবিতে অভিনয় করে আমি আরও বেশি জনপ্রিয়তা পেয়েছি,”— বলেন অভিনেতা।
এছাড়াও তিনি জানান, জয়া এতটাই সুন্দরী ও প্রতিভাবান যে তাঁকে নিয়ে মানুষের পাগলামি হওয়া একেবারেই স্বাভাবিক।
রক্তবীজ ২ এবার আসছে ডিজিটালে
অন্যদিকে, এই বছরই মুক্তি পাওয়া আবিরের রক্তবীজ ২ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।
এই মাসেই ছবিটি মুক্তি পেতে চলেছে জি ৫ প্ল্যাটফর্মে। আবির ছাড়াও ছবিতে রয়েছেন মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও সীমা বিশ্বাস।
আরও পড়ুন,
শিল্পপতিদের বিয়েতে বলিউডের নাচের হাট: সলমন থেকে ক্যাটরিনা—কার মানি ব্যাগ কত ভারী?
