জানুয়ারিতে সরকারি কর্মীদের টানা ছুটির বন্যা! দুই দফায় মিলছে ১০ দিনের ছুটি

নতুন বছরকে স্বাগত জানানোর আগে সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। জানুয়ারি মাসে একসঙ্গে মিলছে লম্বা ছুটির তালিকা। নিউ ইয়ার থেকে মাসের শেষ পর্যন্ত দুই দফায় মিলিয়ে মোট ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা। তাই বছরের শুরুতেই ছুটির লটারি পেয়ে খুশির হাওয়া প্রশাসনিক মহলে।

জানুয়ারির প্রথম দফার ছুটি
মাসের শুরুতেই রয়েছে টানা ছুটির সম্ভার।
১০ জানুয়ারি (শনিবার) – সাপ্তাহিক ছুটি
১১ জানুয়ারি (রবিবার) – সাপ্তাহিক ছুটি
১২ জানুয়ারি (সোমবার) – জাতীয় যুবদিবস উপলক্ষে সরকারি ছুটি

অর্থাৎ প্রথম দফায় তিন দিনের টানা ছুটি মিলবে সরকারি অফিস, স্কুল-কলেজ ও ব্যাংকের কর্মীদের।

তারপরই রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ছুটি—
১৪ জানুয়ারি (বুধবার) – মকর সংক্রান্তির ছুটি

মাঝের দিন ১৩ জানুয়ারি (মঙ্গলবার) যদি কেউ ব্যক্তিগত ছুটি নেন, তাহলে একটানা ৫ দিনের ছুটি উপভোগ করা সম্ভব।

জানুয়ারির দ্বিতীয় দফার লম্বা ছুটি
মাসের শেষে রয়েছে আরও বড় ছুটির প্যাকেজ।
২৩ জানুয়ারি (শুক্রবার) – নেতাজি জয়ন্তী ও সরস্বতী পুজোর ছুটি
২৪ জানুয়ারি (শনিবার) – সাপ্তাহিক ছুটি
২৫ জানুয়ারি (রবিবার) – সাপ্তাহিক ছুটি
২৬ জানুয়ারি (সোমবার) – প্রজাতন্ত্র দিবস

ফলে দ্বিতীয় দফায় মিলছে চার দিনের টানা ছুটি। প্রথম এবং দ্বিতীয় দফা মিলিয়ে সরকারি কর্মীদের মোট ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ১০ দিন।

২০২৬ সালে দুর্গাপুজো ও অন্যান্য উৎসবের আগাম ছুটি
সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী বছর দুর্গাপুজোর ছুটি মিলবে চতুর্থী থেকে লক্ষ্মীপুজোর পরের দিন পর্যন্ত—
১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর, অর্থাৎ টানা ১২ দিনের ছুটি।

এ ছাড়াও—
কালীপুজো: ৯–১০ নভেম্বর
ভাইফোঁটা: ১১ নভেম্বর
ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন: ১২ নভেম্বর
ছটপুজো: ১৬ নভেম্বর (অতিরিক্ত ছুটি)

আরও পড়ুন
বঙ্গের এসআইআর প্রক্রিয়া শেষ, বাদ পড়ছেন কত ভোটার?

সব মিলিয়ে, ২০২৫ সালের শুরু থেকেই ছুটির বন্যায় আপ্লুত হতে চলেছেন সরকারি কর্মীরা। পরিবার নিয়ে ছুটি কাটানো হোক বা ব্যক্তিগত কাজ—জানুয়ারি মাসটি তাই হবে অত্যন্ত আরামদায়ক ও সুবিধাজনক।

আরও পড়ুন
উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগের আবেদন জমা দেওয়ার পর কী কী করবেন? জানুন বায়োমেট্রিক ও স্ট্যাটাস চেকের সম্পূর্ণ প্রক্রিয়া

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক