বর্তমানে গ্রীষ্মের দাবদাহে পুড়ছে গোটা বঙ্গ। তাই সকলেই এয়ার কন্ডিশনের উপর ভরসা করছেন। গরমের দাপট বৈশাখের শুরুতেই প্রখর হয়ে উঠেছে। তার জেরে নাজেহাল অবস্থা সকলের। মানুষ থেকে পশুপাখি সকলেই এই গ্রীষ্মের দাপটে নাজেহাল। এমন অবস্থায় কেমন রয়েছে আপনার ঘরের গাছগুলি? তার খেয়াল রেখেছেন?
কোন গাছ কতটা রোদের প্রয়োজন কিংবা কোন গাছে কতটা সার বা জল দেবেন তা জেনে নিতে হবে। অতিরিক্ত কোনোকিছু কিংবা পরিমাণের তুলনায় অল্প এমন সব জিনিসই ক্ষতিকর। সঠিক পরিমাণ জানলে গাছও বাঁচবে এবং ঘরের সৌন্দর্য বজায় থাকবে। তাই কয়েকটি ভুল এড়িয়ে চলতে হবে। অনেকেই গাছের গোঁড়ায় অনেকটা বেশি জল দিয়ে দেন।
আর এরফলে গাছও নষ্ট হয়। কারণ সব গাছের জল ধারণ করার ক্ষমতা সমান নয়। তাই বুঝেশুনে জল দিতে হবে। কোনো গাছ যেমন অতিরিক্ত জল গ্রহণ করতে পারে আবার কোনো গাছ অল্প পরিমাণ জল ধারণ করে। কোনো গাছের রোদের প্রয়োজন রয়েছে আবার কোনো গাছের ছায়ায় রাখলেই বেড়ে ওঠে।
তাই যে গাছের ধারণ ক্ষমতা যেমন সেই গাছকে সেভাবে বড় করতে দিতে হবে। তবে বর্তমানে গরমের দাপট উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই গাছকে যতটা সম্ভব ছায়াতেই রাখুন। আবার অনেক গাছ রয়েছে সবরকম সার গ্রহণ করতে অক্ষম। তাই না বুঝে যেকোনো সার দিলে গাছগুলির মরে যাওয়ার ভয় থাকে।
এছাড়া বাজারে যে সার পাওয়া যায় তাতে অনেক রাসায়নিক মেশানো থাকে। তাই সার দেওয়ার আগে তা ভালো করে জানতে হবে। এর পাশাপাশি গাছের পাতাগুলি যাতে শুকিয়ে না যায় তার জন্য স্প্রে রাখতে পারেন। গাছের পাতাগুলি তাহলে জল দিয়ে ভিজিয়ে রাখা যাবে। তবে খুব প্রয়োজন না হলে গাছের টব পাল্টানো উচিত নয়। এতে গাছের উপর বাজেরকম প্রভাব পড়ে।
আরও পড়ুন,
*স্মার্ট মানুষ হবেন কিভাবে? রইলো অজানা তথ্য
*একটিও সাপ নেই, ভারতের ‘একমাত্র’ সাপমুক্ত রাজ্য, নাম জানেন