Bhojpuri: ভোজপুরী গানের তালে রোমান্স করলেন পবন সিং, রইলো ভিডিও

Bhojpuri: ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম বৈশিষ্ট্য হলো সেখানকার সিনেমায় যতজন তারকাকে দেখা যায় তারা প্রত্যেকেই গান গাইতে পারেন। নিজের সিনেমায় নিজেদেরকেই গান গাইতে হয় তাদের। ফলস্বরূপ ভালো অভিনেতা হওয়ার পাশাপাশি ভালো সংগীতশিল্পী হিসেবেও তারা জনপ্রিয়তা লাভ করেছেন।

এরকমই কিছু উল্লেখযোগ্য তারকার নাম পবন সিং, খেসারি লাল যাদব, দীনেশ লাল যাদব, সমর সিং প্রমূখ। এদের মধ্যেই তিন তারকার তিনটি গান সম্প্রতি মুক্তি পেয়েছে ‘টিপস ভোজপুরি’ ইউটিউব চ্যানেলে। কয়েকদিনের মধ্যে সেটা দেখে ফেলেছেন কয়েক হাজার মানুষ।

ভিডিওর শুরুতেই রয়েছে ‘তুঝে না দেখু তো চ্যান’ গানটি। যেটা গেয়েছেন পবন সিং ও কল্পনা পাটওয়ারি। গানের সাথে দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছে পবন সিংকে। এরপরে রয়েছে ‘ফটোকপি’ গান, যেটি গেয়েছেন খেসারি লাল যাদব। এই গানে তার নাচ ছিল চোখে পড়ার মতোন।

সবশেষে যে গানটি রয়েছে সেটি হলো ‘দরওয়াজা খুল্লা ছোড় আয়ি’। এই গানটি গেয়েছেন সমর সিং ও শিল্পী রাজ। যদিও এগুলি কোনো সিনেমার গান নয় বরং একটি মিউজিক অ্যালবাম তৈরি করা হয়েছে, সেখানে এই তিনটি গান রয়েছে। একসাথে তিনজন জনপ্রিয়তা তারকা রয়েছেন সেখানে।

তাই গানগুলি তুমুল জনপ্রিয়তা লাভ করবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আসলে বর্তমান সময়ে ভোজপুরি গান শুনতে বিশেষ পছন্দ করছেন শ্রোতারা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমরা এই বিষয়টি লক্ষ্য করেছি। এমনকি বিভিন্ন রিল ভিডিওতে ভোজপুরি গান দেখা গিয়েছে।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক