পঞ্চমীর সকালে ত্রাতা হয়ে হাজির ‘জনপ্রতিনিধি’ দেব, সাহায্য প্রার্থনা করা বৃদ্ধের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন অভিনেতা

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার ছবি ‘রঘু ডাকাত’। আর সেই কারণে ছবি প্রচারের ব্যস্ততা একেবারে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ হওয়া থেকে ছবির রিভিউ শেয়ার করতে দেখা যাচ্ছে অভিনেতা দেবকে। তার সিনেমার জন্য অনুরাগীর সংখ্যা অসংখ্য। তবে এসবের মাঝে অভিনেতা দেব সকলের থেকে যেনো আলাদা। এমন ব্যস্ত সময়ের মাঝেও কারোর পাশে দাঁড়াতে একটুও কার্পণ্য বোধ করেন না তিনি।

এদিন একটি আর্তি করলেন দেব। পঞ্চমীর সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন দেব। সেখানে দেখা যায়, এক বৃদ্ধ বুকে পোস্টার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন। সেই পোস্টারে লেখা রয়েছে তিনি ক্যনসারে আক্রান্ত ছিলেন, বর্তমানে শারীরিকভাবে অক্ষমতার জন্য সাহায্য চাইছেন। কেউ তাকে সাহায্য করলে তিনি উপকৃত হবেন। এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ ভাইরাল হয়। আর তা অভিনেতা দেব’এর নজর এড়িয়ে যায়নি। সেটিই তিনি শেয়ার করেন সমাজ মাধ্যমে।

আরও পড়ুন,
Mimi: বাডির পুজোয় মধ্যমণি মিমি! অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা

অভিনেতা আর্জি জানিয়েছেন, যদি কোনওভাবে ওই বৃদ্ধের কাছে পৌঁছানো সম্ভব হয় তিনি ও তার টিম সেই চেষ্টা করছেন৷ কেউ যদি এই কাজে অভিনেতাকে সাহায্য করেন তবে তিনি বাধিত থাকবেন বলেও জানান। আর এরপর পোস্টটি আরও ভাইরাল হয়ে যায়। এরপর জানা যায়, উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটারের সামনে ওই বৃদ্ধ সাহায্য প্রার্থনার জন্য দাঁড়িয়েছিলেন। ওই বৃদ্ধের নাম চিরঞ্জিত সেনগুপ্ত।

আরও পড়ুন,
Rani-Kajol: মুখার্জি পরিবারের দুর্গাপুজোয় একসঙ্গে কাজল ও রানী

একসময় ফল বিক্রি করে তিনি সংসার চালাতেন। তার পরিবারে ছিলেন স্ত্রী, পুত্র ও এক নাতি। হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রী ও পুত্র না ফেরার দেশে চলে যান। শোকে পাথর চিরঞ্জিৎ বাবু আত্মহননের চেষ্টা করলেও একমাত্র নাতির কথা ভেবে সেই পথে এগোননি। একসময় ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধ অবশেষে হাতিবাগানের ব্যস্ততম জায়গায় নিজের সাহায্যের জন্য আর্তি জানান।

IMG 20250928 073757 1UEnwxcr36

সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নিমেষেই। আর তা অভিনেতা দেব’এর নজরে পড়ে। এর আগেও বহুবার ত্রাতা হয়ে অনেককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা দেব। এবারও তার ব্যতিক্রম হল না। জনপ্রতিনিধি হিসেবে দেব যেনো আরও একবার প্রমাণ করলেন, তাকে দেওয়া সম্বোধন একেবারেই যথার্থ।

আরও পড়ুন,
পরনে ধুতি! মা-বাবার সামনেই কোঁচা সামলাতে সামলাতে ‘বান্ধবী’কে নিয়ে উদ্যম নাচ ইউভানের!

error: Content is protected !!