এবার গোলাপী শাড়িতে লাস্যময়ী অবতারে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর! তাকে দেখে চোখ সরাতে পারছেন না নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। কীভাবে অনুরাগীদের সাথে সংখ্যা ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি। তাইতো নিত্যদিন নানান পোস্ট করতে দেখা যায় তাকে।
তবে সম্প্রতি যেই ফটোশ্যুটের ছবিগুলো তিনি ভাগ করে নিয়েছেন তা দেখে ঝড় উঠেছে পুরুষ অনুরাগীদের বুকে। সাম্প্রতিক যে কটি পোস্ট করেছেন সবকটিতেই তার আগামী সিনেমা ‘দেবারা’কে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। এবারের ছবিগুলিতেও সেই একই কথা বলেছেন অভিনেত্রী।
ছবিতে দেখা যাচ্ছে একটি গোলাপী রঙের শিফন শাড়ি পরে রয়েছেন তিনি। স্লিভলেস ব্লাউজ, খোলা চুলে তাকে অসাধারণ সুন্দরী লাগছিল। এই শাড়িতে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। এছাড়াও আরেকটি পোশাকে দেখা গিয়েছে। সেটাতেও তাকে বেশ সুন্দর লাগছিল দেখতে।
ছবিগুলোর সাথে জুড়ে দিয়েছেন তারই সিনেমার একটি গান। তার এই পোস্ট দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা তাকে শাড়িতেই অপরূপ সুন্দরী লাগে দেখতে। উল্লেখযোগ্য, খুব শীঘ্রই যুনিয়র এনটিআর’এর সাথে জুটি বেঁধে তাকে দেখা যাবে ‘দেবারা ১’ সিনেমায়।
যেটি একাধিক ভাষায় মুক্তি পাবে। ইতিমধ্যে এই সিনেমার বেশ কয়েকটি গান প্রকাশ্যে এসেছে। সর্বশেষ মুক্তি পেয়েছে ‘দাভুরি’ গানটি। কয়েকদিন আগে এই গানের বেশ কয়েকটি ঝলক পোস্ট করে অভিনেত্রী জানিয়েছিলেন এই গান কবে প্রকাশ্যে আসবে। সেই মতো সেটি মুক্তিও পেয়েছে।
আরও পড়ুন,
*সাড়ে ৩ মাসে মাত্র ১ দিন ছুটি! ১০৪ দিন কাজ করে মৃত্যু তরুণ কর্মীর