কখনো চপল কিশোরী, কখনো গ্রাম্য যুবতী আবার কখনো পরিণত নারীর রূপে ধরা দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার! আমরা সকলেই জানি জীবনকে ভরপুর উপভোগ করতে পছন্দ করেন এই অভিনেত্রী। যা আমরা দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই।
সম্প্রতি সেখানেই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে তার জীবনের বিভিন্ন অধ্যায়ের কয়েক টুকরো দৃশ্য উঠে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে নীল ফ্রক পরে ছুটে বেড়াচ্ছেন চঞ্চল কিশোরীর মতোন। তার ঠিক পরেই দেখা যাচ্ছে গ্রাম্য যুবতীর বেশে আপন মনে ডুব দিয়েছেন।
চোখে ঘন কাজল, চুল বিনুনি করে বাঁধা, কপালে ছোট্ট টিপ অসাধারণ লাগছিল তাকে দেখতে। তার ঠিক পরের দৃশ্যতে দেখা যায় সাদা রংয়ের শাড়ি পরে পরিণত নারী রূপে ধরা দিয়েছেন আবার। তিনি মূলত তার এই ভিডিওতে জীবনের অধ্যায় গুলিকে তুলে ধরেছেন। কীভাবে আমাদের জীবনে পরিবর্তন আসে সেটাই বোঝাতে চেয়েছেন তিনি।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মনপুরা।’ সাথে বেজে চলেছে মনপুরা সিনেমার জনপ্রিয় গান ‘যাও পাখি বলো তারে।’ যা দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা তার দিক থেকে চোখ ফেরানো দায়। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় তিনি।
কোথাও ঘুরতে গেলে সেসব দৃশ্যের পাশাপাশি বিভিন্ন ফটোশ্যুটের দৃশ্য তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এইতো কিছুদিন আগেই যেমন তিনি বৈদ্যনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। এছাড়া পুজোর পর তার প্রসাদ বিতরণের দৃশ্য উঠে এসেছিল।