Rashmika: বিয়ের আগেই সন্তান নিয়ে পরিকল্পনা ফাঁস করলেন জাতীয় ক্রাশ রাশমিকা!

Rashmika Mandanna: দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে বাগদান সারলেন রাশমিকা মান্দানা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে, জানালেন মাতৃত্বের পরিকল্পনাও।

দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোণ্ডা অবশেষে আনুষ্ঠানিকভাবে এক হলেন। চলতি বছরের ৩ অক্টোবর হায়দরাবাদের নিজের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন এই জনপ্রিয় জুটি।

Rashmika Mandanna
Rashmika Mandanna

রাশমিকা ও বিজয়ের সম্পর্কের শুরু ২০১৮ সালে, আর সেই প্রেমের গল্পের পরিসমাপ্তি ঘটতে চলেছে বিয়েতে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁদের চারহাত এক হবে।

বাগদানের কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। অভিনেত্রীর ভাষায়,

> “এখনো মা না হয়েও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। ওদের জন্য সব কিছু করতে পারব। প্রয়োজনে যুদ্ধে গেলেও যাব।”

রাশমিকা আরও বলেন, ত্রিশ বছর বয়স পর্যন্ত তিনি কেরিয়ারে মন দিতে চান, আর চল্লিশের পর সমানভাবে সময় দিতে চান পরিবার ও কাজকে।

Rashmika Mandanna
Rashmika Mandanna

যদিও সাত বছর ধরে (২০১৮–২০২৫) সম্পর্কে থেকেও তাঁরা কখনও প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা বলেননি। তবে এখন, তাঁদের বাগদান ও আসন্ন বিয়ের খবরেই মুখর ভক্তমহল।

প্রশ্নোত্তর

1️⃣ রাশমিকা মান্দানার বাগদান কবে হয়েছে?
➡️ ৩ অক্টোবর ২০২৫।

2️⃣ কোথায় বাগদান সম্পন্ন হয়েছে?
➡️ হায়দরাবাদের বাড়িতে।

3️⃣ রাশমিকার বাগদত্তা কে?
➡️ বিজয় দেবেরাকোণ্ডা।

4️⃣ রাশমিকা ও বিজয় কত বছর ধরে সম্পর্কে?
➡️ সাত বছর (২০১৮–২০২৫)।

5️⃣ তাদের বিয়ের সম্ভাব্য সময় কখন?
➡️ ২০২৬ সালের ফেব্রুয়ারি।

6️⃣ বাগদান কেমন অনুষ্ঠানে হয়েছিল?
➡️ ঘরোয়া ও ব্যক্তিগত অনুষ্ঠানে।

7️⃣ বাগদানের খবর কে প্রকাশ করেন?
➡️ রাশমিকা মান্দানা নিজে।

8️⃣ রাশমিকা ভবিষ্যৎ সন্তানদের নিয়ে কী বলেছেন?
➡️ তিনি এখনো মা না হলেও সন্তানদের অনুভব করেন।

9️⃣ তিনি সন্তানদের জন্য কী করতে রাজি?
➡️ প্রয়োজনে যুদ্ধে যেতে রাজি।

10️⃣ রাশমিকা ত্রিশ বছর বয়স পর্যন্ত কী করতে চান?
➡️ চুটিয়ে কাজ করতে চান।

11️⃣ চল্লিশের পর রাশমিকা কীভাবে জীবন চালাতে চান?
➡️ পরিবার ও কাজকে সমানভাবে সময় দিতে চান।

12️⃣ রাশমিকা ও বিজয় কোন ইন্ডাস্ট্রির অভিনেতা?
➡️ দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির।

13️⃣ তাদের প্রেম শুরু হয় কোন বছরে?
➡️ ২০১৮ সালে।

14️⃣ তারা কখনও প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেছিলেন কি?
➡️ না, কখনও করেননি।

15️⃣ বাগদান অনুষ্ঠান কি বড় পরিসরে হয়েছিল?
➡️ না, একদম ঘরোয়া আয়োজন ছিল।

16️⃣ ভক্তদের প্রতিক্রিয়া কেমন?
➡️ বিয়ের খবরে ভক্তমহলে উচ্ছ্বাস।

17️⃣ রাশমিকা কেন মাতৃত্বের কথা তুলেছিলেন?
➡️ নিজের অনুভূতির প্রকাশ হিসেবে।

18️⃣ রাশমিকা কোন বয়সে মাতৃত্ব ভাবছেন?
➡️ ত্রিশের পর, চল্লিশের মধ্যে।

19️⃣ বিজয় দেবেরাকোণ্ডা কোন শহরের বাসিন্দা?
➡️ হায়দরাবাদ।

20️⃣ রাশমিকার বক্তব্য থেকে কী বোঝা যায়?
➡️ তিনি পরিবার ও ভবিষ্যৎ সন্তানদের নিয়ে গভীরভাবে চিন্তিত ও আবেগপ্রবণ।

বিনোদন
আবাসনে হেনস্থার শিকার শ্রীলেখা, কী পদক্ষেপের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

#RashmikaMandanna #VijayDeverakonda #CelebrityEngagement

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক