Alia-Ranbir: দীর্ঘদিনের অপেক্ষার অবসান! অবশেষে নতুন বাড়িতে ‘গৃহপ্রবেশ’ সম্পন্ন করলেন অভিনেতা রনবীর কাপুর (Ranbir) এবং তার স্ত্রী তথা অভিনেত্রী আলিয়া ভাট (Alia)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করেছেন তারই একাধিক ঝলক। যেখানে দেখা যায় কখনো একসাথে পুজোয় বসেছেন দু’জনে।
আবার কখনও নতুন বাড়িতে একসাথে প্রবেশ করছেন। শুধু তাই নয় প্রয়াত শ্বশুর ঋষি কাপুরের ছবির সামনে জড়িয়ে ধরেছেন শাশুড়ি মা নীতু কাপুরকে। অন্যদিকে তিনি আরো যেসব ছবি পোস্ট করেছেন সেখানে কন্যা রাহার জন্মদিন উদযাপনের ঝলক রয়েছে। এছাড়া রয়েছে একমাত্র বোন শাহীনের জন্মদিনের ছবি।
আসলে অভিনেত্রী একসাথে একাধিক ছবি পোস্ট করেন। একটি মাসে তার জীবনে যা যা ঘটেছে তার সবকিছু তিনি ভাগ করে নেন সকলের সাথে। এই যেমন নভেম্বর মাসে তার জীবনে এতো কিছু অনুষ্ঠান ঘটে গিয়েছে, তাই তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
যা দেখার পর একদিকে যেমন রাহার জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, অন্যদিকে তাদের গৃহপ্রবেশের জন্য শুভকামনা জানিয়েছেন সকলে। সবমিলিয়ে এই ছবিগুলি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, বলিউডের ইতিহাসে সবথেকে দামী বাড়ি তৈরি করেছেন আলিয়া-রনবীর।
জানা গিয়েছে, এই ছয় তলা বাংলোটি তৈরি হয়েছে মোট আড়াইশো কোটি টাকা দিয়ে। বাডিটির নাম ‘কৃষ্ণ রাজ’ বাংলো। এর আগে সোশ্যাল মিডিয়ায় তাদের বাড়ির বেশ কিছু ছবি পোস্ট হয়েছিল। সে বিষয়ে ভীষণ রেগে গিয়েছিলেন অভিনেত্রী। আলিয়া জানিয়েছিলেন এভাবে অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা উচিত না। যদিও এবার সম্পূর্ণ বাড়ির ছবি ভাগ করে নেননি এই অভিনেত্রী।
#Alia #Ranbir #KrishnaRaj