কানাডার এক বিজ্ঞাপন দেখে ক্ষুব্ধ হয়ে দেশটির সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ক্ষোভে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার এক বিতর্কিত বিজ্ঞাপন দেখে ক্ষুব্ধ হয়ে দেশটির সঙ্গে চলমান সব বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দিয়েছেন। বিজ্ঞাপনটিতে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে শুল্ক আরোপের সমালোচনা করতে দেখা গেছে, যা ট্রাম্পের মতে “প্রতারণামূলক প্রচারণা”।
শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন
“জঘন্য আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা সমাপ্ত।”
অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড জানান, বিজ্ঞাপনটি শুল্ক আরোপকে কর্মসংস্থান হ্রাস ও বাণিজ্য যুদ্ধের কারণ হিসেবে তুলে ধরেছে। তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত এতে খুশি হননি।”
ট্রাম্প দীর্ঘদিন ধরে শুল্কনীতিকে বাণিজ্যিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে শুল্কহার ১৯৩০-এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন
“যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলেও আমরা আমাদের বাজারে অন্যায় প্রবেশাধিকার দেব না।”
উল্লেখযোগ্য যে, চলতি বছরের শুরুতে ট্রাম্প কানাডার ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়িখাতে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন। এর জবাবে কানাডাও সমপরিমাণ শুল্ক আরোপ করে। এরপর থেকে উভয় দেশের মধ্যে এই খাতগুলোতে নতুন চুক্তির জন্য আলোচনা চলছিল, যা এবার সম্পূর্ণভাবে স্থগিত হলো।
খবর
ফের শিরোনামে ধনশ্রীকে ৪.৭৫ কোটি খোরপোশ দেওয়ার বিতর্ক! ‘মা কসম খাও…’, লিখলেন চাহাল
#DonaldTrump #CanadaTrade #USPolitics #TradeWar #GlobalEconomy
