ইতিমধ্যেই তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার সম্প্রতি ভাইরাল হয়েছে তার আরো একটি ভিডিও। যা দেখিয়ে বলা হচ্ছে জীবনে যতই সমস্যা আসুক না কেন তার মতোন নিশ্চিন্ত থাকতে, তিনি হলেন অনিরুদ্ধ আচার্য।
যিনি মূলত একজন ধর্মীয় গুরু। মাঝেমধ্যেই তাকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে দেখা যায়। যেখানে তিনি মানুষের সমস্যা সমাধান করেন কথা বলার মাধ্যমে। তারই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে তিনি আপন মনে দৌড়ে চলেছেন, আর তার পেছনে একটি গরু দৌড়াচ্ছে।
গরুর সাথে তাকে খেলার ছলে দৌড়াতে দেখা গিয়েছে। যে ভিডিও দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। ভিডিওটি পোস্ট করে সেখানে বলা হয়েছে, জীবনে শুধু এইটুকু শান্তি দরকার।’এছাড়া অনেকেই বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন। আসলে সব সময় হাসি-খুশি থাকেন বাবা অনিরুদ্ধ আচার্য।
আধ্যাত্মিক শিক্ষা দিতেই দেখা যায় তাকে। তিনি তার ভক্তদের সবসময় বোঝান জীবনে যতই দুঃখ-কষ্ট আসুক না কেন সেগুলো মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। কোনো কিছু নিয়েই বেশি ভাবা চলবে না। সেরকমটাই দেখা গিয়েছে তার এই ভিডিওতে।
উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে নানান সময় নানান ধরনের দৃশ্য উঠে আসে। যার কিছু যেমন আনন্দ দেয়, আবার কিছু কিছু অবাক করে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো জিনিস মানুষের হাতের নাগালের মধ্যে চলে এসেছে। যে কোনো ধরনের শিক্ষা নেওয়া যায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।
আরও পড়ুন,
*অভিনেত্রী দর্শনা বণিককে বার্বি লুকে দেখা মুগ্ধ নেটিজেনরা