‘খারিজ’ থেকে ‘আহারে মন’-এর পর ফের জুটি বাঁধলেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। সপ্তস বসুর নতুন ছবি ‘দেরি হয়ে গিয়েছে’ নভেম্বরেই আসছে।
১৯৮২ সালে ‘খারিজ’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। তারপর বহু বছর পর ২০১৮ সালে ‘আহারে মন’ ছবিতে আবার তাঁদের দেখা গিয়েছিল একসঙ্গে। এবার সাত বছর পর এই জনপ্রিয় জুটি ফিরছেন নতুন ছবিতে— নাম ‘দেরি হয়ে গিয়েছে’।
সপ্তস বসু পরিচালিত ও এস এম ভি স্টুডিও প্লাটিনাম পিকচারস প্রযোজিত এই ছবির পোস্টার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অঞ্জন দত্তকে দেখা যাবে এক ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায়— বুদ্ধিমান, আত্মবিশ্বাসী কিন্তু জীবনযাপনে অগোছালো। অন্যদিকে মমতা শঙ্কর অভিনয় করছেন সংঘমিত্রা গুহ ঠাকুরতা নামে এক হোম স্টে মালিকের চরিত্রে, যিনি শৃঙ্খলাপূর্ণ ও একাকী জীবনযাপন করেন।
ছবিতে অঞ্জনের চরিত্র ঋষি চট্টোপাধ্যায় একাকীত্বে ভুগছেন, কিন্তু সংঘমিত্রার সঙ্গে দেখা হওয়ার পর তাঁর জীবনে ঘটে যায় আমূল পরিবর্তন। সংঘমিত্রা তাঁর মৃত স্বামীর স্মৃতি নিয়ে এক তরুণী মেয়ে (অপলা চৌধুরী অভিনীত) সহ একটি হোমস্টে চালান। অঞ্জন দত্তের বন্ধুর চরিত্রে থাকছেন অরিজিৎ দত্ত, যার নাম ত্বরিত।
খবর
দারুন সুখবর! সম্পূর্ণ বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি পড়ার সুবর্ণ সুযোগ, কীভাবে পাবেন? জানুন
উভয় তারকাই স্ক্রিপ্ট পড়েই অভিনয়ে রাজি হন। ছবির বেশিরভাগ শুটিং হয়েছে শান্তিনিকেতনের বোলপুরে অবস্থিত একটি মনোরম হোমস্টেতে। যদিও মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে নভেম্বরেই মুক্তি পাবে ছবিটি।
বিনোদন
‘মিস ইউ কলকাতা’, হঠাৎ কোথায় পাড়ি দিলেন জিতু কমল?
#AnjanDutt #MamataShankar #DeriHoyegeche #SaptasBasu #BengaliCinema #Tollywood #UpcomingMovie
