বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আবারও বাবা হয়েছেন। ওপার বাংলা থেকে এপার বাংলা—দুই বাংলাতেই সমান জনপ্রিয় এই অভিনেতার ব্যক্তিগত সুখবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে অভিনন্দন প্রবাহ। অভিনয়ের নৈপুণ্যে বহুদিন ধরেই দর্শকের মন জয় করে নিয়ে আলোচনায় থাকেন অপূর্ব। তবে এবার তিনি খবরের শিরোনামে এলেন পারিবারিক কারণে।
জানা গিয়েছে, কন্যা সন্তানের বাবা হয়েছেন অপূর্ব। সামাজিক মাধ্যমে মেয়ের ক্ষুদ্র, কোমল হাতের একটি ছবি পোস্ট করে তিনি আনন্দের সঙ্গে জানিয়েছেন নতুন অতিথির আগমনের কথা। ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ! আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে পেরে আমরা আনন্দ ও কৃতজ্ঞ। পৃথিবীতে স্বাগত, প্রিয় অনয়া! দয়া করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনার প্রার্থনায় ভরে দিন। আমাদের উপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।”
অভিনেতা আরও জানান, নতুন সন্তানের নাম রাখা হয়েছে অনয়া। স্ত্রীর সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে তিনি অত্যন্ত আবেগাপ্লুত।
অপূর্বের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে আট বছরের দাম্পত্য ভেঙে যায় ২০২০ সালে। এ দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে—জায়ান ফারুক আয়েশ। সম্পর্কের সমাপ্তি ঘটলেও ছেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এই নায়ক। সম্প্রতি জায়ানকে নিয়ে প্রকাশিত একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছিল।
আরও পড়ুন
Nusrat: নতুন শুরুতে কিছুটা সবুজ রং যোগ করলেন অভিনেত্রী নুসরত, দেখুন সেই মনমাতানো ছবি
২০২১ সালে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন অপূর্ব। এবার তার জীবনসঙ্গী হন আমেরিকা নিবাসী শাম্মা দেওয়ান। বিয়ের পরে সামাজিক মাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে সবকিছুকে পাশে সরিয়ে চার বছরের বিবাহিত জীবনে নতুন আনন্দ এনে দিলেন তাঁদের প্রথম সন্তান অনয়া।
আরও পড়ুন
ধর্মেন্দ্র-হেমা সম্পর্কের আবেগ ও দ্বন্দ্ব নতুন করে সামনে: স্মরণসভায় চোখ ভেজালেন হেমা মালিনী
শাম্মা দেওয়ান আমেরিকাতেই বড় হয়েছেন। সেখানেই বিবিএ শেষ করেন এবং বর্তমানে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড ম্যানেজার পদে কর্মরত।
অপূর্ব ও শাম্মার সংসারে নতুন সদস্যের আগমন—অনয়ার জন্ম—এখন ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ তুলেছে। নতুন এই অধ্যায়ে দু’জনকে শুভেচ্ছা জানিয়েছে গোটা বিনোদনজগত।
আরও পড়ুন
Priyanka: ‘দেশি গার্ল’-এর স্টাইল স্টেটমেন্ট: প্রিয়াঙ্কার নতুন ফটোশ্যুটে মুগ্ধ নেটপাড়া!