বিহারের বিধানসভা নির্বাচনে নতুন মুখ, গেরুয়া শিবিরে নাম লেখালেন জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর

ভোজপুরি গানের জগতে জনপ্রিয় শিল্পী হলেন মৈথিলী ঠাকুর। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তিনি রাজনৈতিক ময়দানে নিজের নাম লেখাতে চলেছেন। অবশেষে সেই জল্পনা সত্যি হলো। বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন মৈথিলী ঠাকুর। তিনি গেরুয়া শিবিরে নাম লিখিয়ে নির্বাচনে লড়ার অঙ্গীকার করেছেন। ইতিমধ্যে বিজেপি-র তরফে তার প্রার্থী হওয়ার খবর প্রকাশ্যে আনা হয়েছে।

গানের জগতে বেশ প্রশংসা পেয়েছেন মৈথিলী। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রশংসা করেছেন। লোকগীতির মধ্যে দিয়ে মানুষের মন জয় করে নিয়েছেন অনেক আগেই। মৈথিলী বিহারের বাসিন্দা। তার জন্ম বিহারের মধুবণী জেলায়। তার বাবা ছিলেন একজন সংগীতশিল্পি। তার নাম রমেশ ঠাকুর। বাবার মতই তিনিও গানকে নিজের আগামী জীবনে এগিয়ে চলার পথ হিসেবে বেছে নিয়েছেন।

বেশ কিছুদিন ধরে তার রাজনীতিতে যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনাকে সত্যি করে বিজেপিতে নাম লেখালেন তিনি। যদিও নির্বাচন কমিশন এর আগে মৈথিলীকে বিহারের ‘স্টেট আইকন’ হিসেবে চিহ্নিত করেছিল। এবার সেই পদ থেকে সরে দাঁড়িয়ে বিহারের বিধানসভা নির্বাচনে লড়বেন জনপ্রিয় গায়িকা।।

জানা যাচ্ছে, সব ঠিক থাকলে বিহারের বিধানসভা নির্বাচনে দ্বারভাঙ্গা আলিনগর কেন্দ্র থেকে লড়তে পারেন মৈথিলী। ওই জায়গায় বামপন্থীদের তরফে শক্তি বাড়ানো হয়েছে। আর তাই স্টার পাওয়ারের উপর ভরসা রেখে ওই জায়গার নির্বাচন লড়তে চলেছে গেরুয়া শিবির। আগামীতে সব ঠিক থাকলে মৈথিলীকে গেরুয়া শিবিরের হয়ে রাজনৈতিক ময়দানে নামতে দেখা যাবে।

error: Content is protected !!