সামনেই বিহারের বিধানসভা ভোট। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচনে লড়াই করা দলগুলির প্রার্থী ঘোষণার কাজ। এরই মাঝে দেখা গিয়েছে চমক। কারণ চলতি বছরের বিহারের বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন দিব্যা গৌতম। গত ২০২০ সালের ১৪ই জুন। গোটা দেশ জুড়ে লকডাউনে স্তদ্ধ জনজীবন। সকলেই নিজেদের ঘরে রয়েছেন এবং ওয়ার্ক হোমে ডুবে রয়েছেন। এমন সময় বেলা বাড়তেই খবর আসে আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত।
বিনোদন
Swastika: বাংলায় জন্মে আফসোস স্বস্তিকার, দক্ষিণের বাসিন্দা হওয়ার সাধ মেটালেন এইভাবে
তার মৃত্যুর পর নানান জলঘোলা হলেও জালে ওঠেনি কোনও বড় মাছ। অভিনেতার মৃত্যুতে সরব হয় গোটা দেশ। এর পাশাপাশি সেইসময় দাদার হয়ে প্রতিবাদে মুখর হয়েছিলেন সুশান্ত সিং রাজপুতের বোন দিব্যা গৌতম। অভিনেতার মৃত্যুতে বিহারের নির্বাচনে বড়সড় প্রভাব ফেলেছিল। এবার পঁচিশের বিধানসভা নির্বাচনে অভিনেতার তুতো বোন দিব্যাকে প্রার্থী করা হল। জানা যাচ্ছে, পাটনা দিঘা বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন দিব্যা গৌতম।
খবর
Sahara Money Refund: টাকা পেতে শুরু করেছেন সাহারার বিনিয়োগকারীরা, দীপাবলর পূর্বেই তালিকা প্রকাশ
দিব্যার নাম প্রকাশ্যে আসতেই চারিদিকে গুঞ্জন শুরু হয়েছে। তবে জানা গিয়েছে, তিনি ছাত্র রাজনীতিতে আইসার হয়ে একজন জনপ্রিয় মুখ। এবার প্রাক্তন আইসা নেত্রীকে আগামী দিনের প্রার্থী হিসেবে দেখার জন্য নির্বাচনে নিযুক্ত করল সিপিএম। জানা যাচ্ছে, আগামী বুধবার তিনি মনোনয়ন পত্র জমা দেবেন। দিব্যা পাটনা কলেজে জার্নালিজম অ্যান্ড মাসকমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছেন।
বিনোদন
Mimi: প্রত্যেকের কথা অমান্য করে একাই বরফের দেশে পাড়ি মিমির! দেখুন ভিডিও
ওই বিষয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি পাটনা কলেজে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন। নির্বাচনে কেমন ফলাফল করতে পারেন তিনি তা এখন সময়ের অপেক্ষা। তবে দিব্যার কথায়, “আমি কোনও দলের হয়ে রাজনীতি করতে আসিনি, আমি মানুষের জন্য কাজ করতে চাই।” মানুষ তাকে আগামী দিনে সেই পদে দেখতে চান কিনা এখন সেই অপেক্ষাই শুরু।