দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের প্রবল চাহিদার জেরে তাদের বহুল জনপ্রিয় ১ টাকার ফ্রিডম প্ল্যান আবার চালু করল। মাত্র ১ টাকা খরচে ৩০ দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড কলিং, হাই-স্পিড ডেটা ও SMS সুবিধা—এই আকর্ষণীয় অফার ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে।
পুনরায় চালু হল BSNL Freedom Plan
BSNL-এর অফিসিয়াল X (Twitter) হ্যান্ডেলে সংস্থাটি নিশ্চিত করেছে যে গ্রাহকদের অনুরোধে ১ ডিসেম্বর থেকে পুনরায় সক্রিয় করা হয়েছে Freedom Offer। এই অফার পাওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, এবং দেশের সমস্ত BSNL সার্কেলেই এটি প্রযোজ্য।
তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে—
➡️ এই প্ল্যানটি শুধুমাত্র নতুন BSNL গ্রাহকদের জন্য।
বিদ্যমান গ্রাহকরা এই ১ টাকার অফারটি রিচার্জ করতে পারবেন না।
📦 BSNL 1 টাকার ফ্রিডম প্ল্যান—কী কী সুবিধা মিলবে?
বিএসএনএল জানিয়েছে, নতুন সিম নেওয়া গ্রাহকেরা মাত্র ১ টাকার রিচার্জে পাবেন—
প্রতিদিন ২GB 4G ডেটা
আনলিমিটেড ভয়েস কলিং
প্রতিদিন ১০০ SMS
সারা দেশে আনলিমিটেড ন্যাশনাল রোমিং সুবিধা
৩০ দিনের ভ্যালিডিটি
ফ্রি BSNL SIM কার্ড
এক কথায়, মাত্র ১ টাকায় একটি পূর্ণাঙ্গ মাসিক প্ল্যান—যা দেশের টেলিকম মার্কেটে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
🎓 ছাত্রদের জন্য বিশেষ—BSNL Learner’s Plan (₹251)
BSNL শুধু নতুন গ্রাহকদের জন্য নয়, ছাত্রছাত্রীদের জন্যও একটি আকর্ষণীয় প্ল্যান চালু রেখেছে।
₹251 Learner’s Plan-এ রয়েছে—
১০০GB ডেটা
আনলিমিটেড ভয়েস কল
২৮ দিনের ভ্যালিডিটি
প্রতিদিন ১০০ SMS
এই অফারটি পাওয়া যাবে ১৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত।
অনলাইন ক্লাস, ভিডিও লেকচার ও ই-লার্নিংয়ের কথা মাথায় রেখে তরুণ প্রজন্মের জন্য এটি যথেষ্ট কার্যকর।
📢 কেন এত আলোচনায় BSNL-এর ১ টাকার প্ল্যান?
বর্তমান সময়ে মোবাইল রিচার্জ খরচ বাড়তে থাকায় নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এমন লোভনীয় অফার বাজারে বিরল। তাই ১ টাকার মত নামমাত্র মূল্যে ৩০ দিনের সম্পূর্ণ টেলিকম সুবিধা মিলছে বলে গ্রাহকদের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস দুটোই তৈরি হয়েছে।