BSNL-এর ১ টাকার ‘ফ্রিডম প্ল্যান’, মিলছে ৩০ দিনের আনলিমিটেড সুবিধা

দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) গ্রাহকদের প্রবল চাহিদার জেরে তাদের বহুল জনপ্রিয় ১ টাকার ফ্রিডম প্ল্যান আবার চালু করল। মাত্র ১ টাকা খরচে ৩০ দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড কলিং, হাই-স্পিড ডেটা ও SMS সুবিধা—এই আকর্ষণীয় অফার ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে।

পুনরায় চালু হল BSNL Freedom Plan

BSNL-এর অফিসিয়াল X (Twitter) হ্যান্ডেলে সংস্থাটি নিশ্চিত করেছে যে গ্রাহকদের অনুরোধে ১ ডিসেম্বর থেকে পুনরায় সক্রিয় করা হয়েছে Freedom Offer। এই অফার পাওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, এবং দেশের সমস্ত BSNL সার্কেলেই এটি প্রযোজ্য।

তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে—
➡️ এই প্ল্যানটি শুধুমাত্র নতুন BSNL গ্রাহকদের জন্য।
বিদ্যমান গ্রাহকরা এই ১ টাকার অফারটি রিচার্জ করতে পারবেন না।

📦 BSNL 1 টাকার ফ্রিডম প্ল্যান—কী কী সুবিধা মিলবে?

বিএসএনএল জানিয়েছে, নতুন সিম নেওয়া গ্রাহকেরা মাত্র ১ টাকার রিচার্জে পাবেন—
প্রতিদিন ২GB 4G ডেটা
আনলিমিটেড ভয়েস কলিং
প্রতিদিন ১০০ SMS
সারা দেশে আনলিমিটেড ন্যাশনাল রোমিং সুবিধা
৩০ দিনের ভ্যালিডিটি
ফ্রি BSNL SIM কার্ড

এক কথায়, মাত্র ১ টাকায় একটি পূর্ণাঙ্গ মাসিক প্ল্যান—যা দেশের টেলিকম মার্কেটে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

🎓 ছাত্রদের জন্য বিশেষ—BSNL Learner’s Plan (₹251)

BSNL শুধু নতুন গ্রাহকদের জন্য নয়, ছাত্রছাত্রীদের জন্যও একটি আকর্ষণীয় প্ল্যান চালু রেখেছে।
₹251 Learner’s Plan-এ রয়েছে—

১০০GB ডেটা
আনলিমিটেড ভয়েস কল
২৮ দিনের ভ্যালিডিটি
প্রতিদিন ১০০ SMS

এই অফারটি পাওয়া যাবে ১৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত।
অনলাইন ক্লাস, ভিডিও লেকচার ও ই-লার্নিংয়ের কথা মাথায় রেখে তরুণ প্রজন্মের জন্য এটি যথেষ্ট কার্যকর।

📢 কেন এত আলোচনায় BSNL-এর ১ টাকার প্ল্যান?

বর্তমান সময়ে মোবাইল রিচার্জ খরচ বাড়তে থাকায় নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এমন লোভনীয় অফার বাজারে বিরল। তাই ১ টাকার মত নামমাত্র মূল্যে ৩০ দিনের সম্পূর্ণ টেলিকম সুবিধা মিলছে বলে গ্রাহকদের মধ্যে আগ্রহ ও উচ্ছ্বাস দুটোই তৈরি হয়েছে।

আরও পড়ুন
ডিসেম্বর থেকেই একাধিক রুটে পরিষেবা, চালু হচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন, রাতের যাত্রায় আসছে বড় পরিবর্তন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক