সত্যিকারের ভালোবাসা নাকি বিরল! এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহল। হয়তো অনেকেই জানেন তার জীবনে এখন চলছে চড়াই-উতরাই। সম্পর্কের টানাপোড়েনে তিনি হেরে গিয়েছেন। বর্তমানে তাই নাকি একাই থাকছেন।
তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বন্ধ করেননি চাহল। একের পর এক পোস্ট করে চলেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। পরোক্ষভাবে তিনি এটাই বোঝাতে চাইছেন ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারিয়েছেন তিনি। সম্প্রতি সেরকমই কয়েকটি ছবি পোস্ট করেছেন।
যেখানে দেখা যাচ্ছে খুব সম্ভবত কোনো রেস্টুরেন্টে বসে নিজস্ব সময় কাটাচ্ছেন। বেশ হাসিখুশি মুখে দেখা গিয়েছে তাকে। আর ক্যাপশনে লিখেছেন, ‘সত্যিকারের ভালোবাসা বিরল। হ্যালো আমার নাম বিরল।’ অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন তিনিই হলেন প্রকৃত ভালোবাসা।
যা দেখার পর ভক্তরা অনেকেই বলছেন তিনি তার ছবিগুলির মাধ্যমে পরোক্ষভাবে এটাই বোঝাতে চাইছেন তিনি স্ত্রী ধনশ্রীকে ভালবাসলেও তার কাছ থেকে সেই ভালোবাসা বিনিময়ে পাননি তিনি। যদিও প্রত্যেকে বলছেন তিনি যেন তার স্ত্রীর কাছে আর ফিরে না যান।
উল্লেখযোগ্য, কয়েকদিন ধরে শোনা যাচ্ছে ধনশ্রী এবং চাহল একসঙ্গে থাকছেন না। পারিবারিক কারণেই দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। খুব শীঘ্রই হয়তো বিচ্ছেদের কথাও ঘোষণা করবেন তারা। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি দু’জনে। তবে চাহল তার একাধিক পোস্টে জানিয়েছিলেন তিনি সবসময় তার বাবা-মার পাশে থাকবেন।