‘ভুলভাল বকে ফেলে’—কাকে নিয়ে চিন্তিত বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিত?

২৮ নভেম্বর মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র ও চিরঞ্জিত চক্রবর্তী অভিনীত নতুন ছবি ‘হাটি হাটি পা পা’। বাবা ও মেয়ের ভূমিকায় তাদের দেখা যাচ্ছে এই ছবিতে। মুক্তির আগে থেকে নানা অনুষ্ঠানে পাশাপাশি ছবির প্রচারে দু’জনকে বেশ ব্যস্ত থাকতে দেখা গিয়েছে। অনেকে প্রথমে ধারণা করেছিলেন ছবিটি অমিতাভ বচ্চনের কোনও জনপ্রিয় ছবির ছায়া অনুসরণ করেছে, তবে মুক্তির পরেই পরিষ্কার হয়েছে—গল্প সম্পূর্ণ মৌলিক এবং আলাদাভাবে বলা।

সম্প্রতি আনন্দবাজার অনলাইনের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে চিরঞ্জিত খুলে বললেন সহ-অভিনেতা দেবকে নিয়ে তাঁর পর্যবেক্ষণ। চলতি বছর দেব অভিনীত ‘ধুমকেতু’ ছবিতেও স্বল্প সময়ের জন্য দেখা গিয়েছিল চিরঞ্জিতকে, ফলে দেব ও রুক্মিণী—দুজনের সঙ্গেই তার আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে দীর্ঘদিনে।

চিরঞ্জিত জানান, দেব যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন প্রায় ২০ বছর আগে, তখনই তিনি বুঝেছিলেন—এই ছেলেটি একদিন দূর পর্যন্ত যাবে। বাংলা বাণিজ্যিক ছবির ভবিষ্যৎ নিয়েও তখনই দেবকে স্পষ্ট করে মত দিয়েছিলেন তিনি। দেবকে নিজের ‘পুত্রসম’ বলেই মনে করেন বর্ষীয়ান অভিনেতা।

তবে দেবের কিছু অভ্যাস নিয়ে একটু চিন্তাও আছে তাঁর। চিরঞ্জিতের কথায়—

> দেব অনেক ভালো গুণের মানুষ। কিন্তু কখনও কখনও না ভেবেই ভুলভাল কিছু বলে বসে। আর সেটাই বিতর্ক তৈরি করে। তবে এটাকে আমি দেবের সরলতাই বলব—তার মন খুব সাদামাটা বলেই এমন হয়।

অভিনেতার মতে, দেবের এই সহজ-সরল স্বভাবই তাকে মানুষের কাছে আলাদা করে তোলে। পর্দায় যেমন, বাস্তবেও দেব খুব সাধারণ এবং খোলা মনের একজন মানুষ। আর ঠিক সেই কারণেই তিনি কখনও কখনও অজান্তে এমন মন্তব্য করে ফেলেন, যা নিয়ে পরে জলঘোলা হয়।

দেবের ক্যারিয়ার নিয়েও প্রশংসা করেছেন চিরঞ্জিত। তাঁর মতে, প্রথম থেকেই দেব যেভাবে কমার্শিয়াল ছবিতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, তা প্রশংসনীয়। শুধু তাই নয়, বর্তমানে বিভিন্ন পরীক্ষামূলক চরিত্রে অভিনয় করে দেব বাংলা ছবির পরিধি বাড়িয়ে চলেছেন। তাকে তিনি আদর করে ‘খোকাবাবু’ বা ‘পাগলু’ বলেই ডাকতে ভালোবাসেন।

চিরঞ্জিত যেমন নিজের ছবি নিয়ে ব্যস্ত, তেমনই সামনে বড়দিনেই মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি ‘প্রজাপতি ২’, যেখানে আবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধবেন তিনি। এদিনই আরও মুক্তি পাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং কোয়েল মল্লিকের রহস্যরোমাঞ্চ ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’।

সব মিলিয়ে টলিউডে উৎসবের মরশুমে একের পর এক বড় ছবি আসতে চলেছে। আর সেইসঙ্গে সামনে আসছে তারকাদের ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা ও গল্প—যা দর্শকদের আরও কাছে নিয়ে যাচ্ছে তাদের প্রিয় শিল্পীদের।

আরও পড়ুন
মুক্তির আগেই ‘ধুরন্ধর’ নিয়ে আইনি বিতর্ক, দিল্লি হাই কোর্টে মেজর মোহিত শর্মার পরিবারের পিটিশন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক