শিবাজী পার্কে তার ছোটবেলার কোচ রমাকান্ত আচরেকরের মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার জন্য মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানালেন জনপ্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার! নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মহারাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি এবং তার কোচের অন্যান্য ছাত্ররাও ভীষণই খুশি এই বিষয়ে।
তিনি লেখেন, ‘আমার এবং অন্যান্যদের জীবনে আচরেকর স্যারের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আমি তার সমস্ত ছাত্রদের তরফ থেকে সেটা বলছি। শিবাজী পার্কেই তার জীবন ক্রিকেটের চারপাশে আবর্তিত হয়েছে। আর সেই শিবাজী পার্কে সারাজীবনের জন্য থেকে যাওয়া, এর থেকে আর অন্য ইচ্ছে কিইবা থাকতে পারে!’
‘আমি ভীষণই খুশি সরকারের প্রতি, যে তারা আচরেকর স্যারের কর্মভূমিতেই তার মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।’ গত বুধবার জাতীয় ক্রীড়া দিবস অর্থাৎ জনপ্রিয় হকি তারকা মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই ঘোষণা করা হয়েছে। যা শোনার পর ভীষণই খুশি হয়েছেন সকলে।
মহারাষ্ট্র সরকার গত বুধবার এই মহান ক্রিকেট কোচের স্মৃতিতে তার মূর্তি নির্মাণের তথ্য একটি সরকারি ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশ করেছে। রমাকান্ত আচরেকর শুধু শচীনেরই নন বরং অন্যান্য তারকা ক্রিকেটারদেরও কোচ ছিলেন। তার এই মূর্তি নির্মাণের বিষয়ে প্রথম পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন তারই এক ছাত্র সুনীল রামচন্দ্রন।
যিনি আবার ‘কামাত মেমোরিয়াল ক্রিকেট ক্লাব’এর প্রাক্তন অধিনায়ক এবং বর্তমানে তিনি শিবাজী পার্ক জিমখানার সহকারি সাধারণ সম্পাদক। উল্লেখযোগ্য, দ্রোণাচার্য সম্মান প্রাপ্ত রমাকান্ত আচরেকর ২০১৯ সালে ৮৭ বছর বয়সে দেহত্যাগ করেছেন। জানা গিয়েছে, তার মূর্তিতে একটি বল, হেলমেট, গ্লাভস-সহ তার নাম খোদাই করা থাকবে।
আরও পড়ুন,
*নিঃশ্বাস নিতে শহর ছেড়ে কোথায় চলেন শ্রীলেখা?