দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মান্থা’ মঙ্গলবার কাকিনাড়ায় ল্যান্ডফল করতে পারে। ছট পুজোয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি।
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মান্থা’, যার অর্থ ‘মন্থন’—এই নামটি দিয়েছে থাইল্যান্ড।
আবহাওয়া দফতরের সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় ল্যান্ডফল করতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।
এর প্রভাবে সোমবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা প্রবল।
আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বুধবার থেকে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অধিক বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও চলবে বৃষ্টি। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে—বিশেষত মালদহ, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা।
খবর
আজ থেকেই তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতা, দুই বঙ্গেই জারি সতর্কতা
মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করে বলা হয়েছে, ২৭ অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসতে হবে এবং ২৮ অক্টোবর থেকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় মান্থার পর প্রভাব কেটে গেলে আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হয়ে উঠবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
খবর
ভারতের হাতে আসছে ‘গাণ্ডীব’ ব্রহ্মাস্ত্র, ঘন্টায় ৫৫০০ কিমি বেগে ধেয়ে ধ্বংস করবে শত্রু
#CycloneMantha #WeatherUpdate #WestBengal #RainAlert #Kakinada #ChhathPuja #CycloneAlert #IndiaWeather
