দেবের মুখে এবার অনির্বাণের প্রশংসা! ‘রঘু ডাকাত’ সিনেমায় তাকেও ছাপিয়ে গিয়েছেন ওই অভিনেতা, এমনটাই জানালেন দেব। সম্প্রতি শুরু হয়েছে রঘু ডাকাতের বেঙ্গল ট্যুর। যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই সিনেমা সংক্রান্ত প্রচার চালাবেন সিনেমার কলাকুশলীরা। সেই মতোই তারা পৌঁছেছিলেন উত্তরবঙ্গে।
হাওড়া থেকে বন্দে ভারত ট্রেনে করে মালদা পৌঁছেছিলেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল থেকে শুরু করে অন্যান্য তারকারা। যেখানে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতোন। প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। একদম রাত পর্যন্ত সেখানে অনুষ্ঠান সারেন সকলে।
আরও পড়ুন,
অবশেষে বাগদান সেরেই ফেললেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা? ভাইরাল ছবি ঘিরে গুঞ্জন
শেষে দেবকে বলতে শোনা যায়, ‘ওর চেয়ে ভালো মনে হয় না কেউ করতে পারত রঘু ডাকাতের এই চরিত্রটা। কোথাও কোথাও আমাকে ছাপিয়ে গিয়েছে। যেটা সিনেমার ক্ষেত্রে ভালো। আমি সত্যিই ওর জন্য গর্বিত। আজকে একটা ছেলে গ্রাম থেকে আসা, নিজের নাম সমস্ত কিছু পরিশ্রম দিয়ে করা। আমি ভীষণ খুশি। আরো যেটা বললো সত্যিই আমি ওকে প্রথম দিন থেকে চাইছিলাম রঘু ডাকাতে।’
আরও পড়ুন,
বাবা অভিনেতা, স্বামী প্রযোজক! কতটা সহজ ছিল অভিনয় যাত্রা? অকপট কোয়েল
এই ভিডিও উঠে আসতেই সেখানে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ও প্রথম থেকেই তোমাকে ছাপিয়ে গিয়েছে। ও থিয়েটার করা ছেলে। কোনোদিন ওর থিয়েটার দেখবে। তাহলে বুঝতে পারবে ও কোন লেভেলের অভিনেতা।’ আরো একজন লিখেছেন, ‘দেবের ভক্ত হয়েও বলছি অনির্বাণ দুর্দান্ত একজন অভিনেতা।’
উল্লেখযোগ্য, ‘রঘু ডাকাত’ সিনেমাটি মূলত একটি ঐতিহাসিক কাহিনী দিয়ে তৈরি। যেটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি। কলাকুশলীদের সাথে তিনিও নেমে পড়েছেন প্রচারে। এই কদিন জোরকদমে প্রচার চলবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মুক্তি পাওয়ার পর এটাই দেখার যে সিনেমাটিকে কতটা ভালোবাসা দিচ্ছেন দর্শকেরা।