দেবের মুখে প্রশংসা শুনে দশ হাত উপরে উঠে গিয়েছেন সোহিনী! বেঙ্গল ট্যুরের শেষদিনে আবেগপ্রবণ অভিনেত্রী

দেবের মুখে প্রশংসা শুনে দশ হাত উপরে উঠে গিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার! সম্প্রতি তেমনটাই জানালেন তিনি। বেঙ্গল ট্যুরের শেষ অনুষ্ঠান ছিল মধ্যমগ্রামে, সেখানেই ‘রঘু ডাকাত’ সম্পর্কে বলতে গিয়ে নানান কথা উঠে এসেছে। এরই মাঝে সোহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন দেব।

বলেন, ‘সোহিনী গুঞ্জা চরিত্রটা যতটা ভালোভাবে করেছে আমার মনে হয় না আমি সম্মান জানিয়ে বলছি বাংলার অন্য কোনো অভিনেত্রী সেটা এভাবে ফুটিয়ে তুলতে পারতো। আজকে আমাদের বেঙ্গল ট্যুরের শেষ দিন। মানে রঘু ডাকাতের জন্য আজকেই শেষ। এরপর যদি অন্য কোনো সিনেমা হয় তখন আবার বেঙ্গল ট্যুর হবে।’

আরও পড়ুন,
বিশেষ খেলায় মেয়ের কাছে হেরে গৌরবান্বিত রোহিত! ভাগ করে নিলেন ভিডিও

‘ও খাদানের সময় ছিল না। ও এই প্রথম বেঙ্গল ট্যুরে। বাসের মধ্যে খুব ইমোশনাল হয়ে পড়েছিল। কেমন অভিজ্ঞতা তোমার সোহিনী?’ এরপর সোহিনী মাইক হাতে পেয়ে বলেন, ‘মেগাস্টারের জন্য বাসে অনেক রকমের খাবারদাবার আসতো। আমরা সেসব খাবার খেয়েছি অনেক ভালো লেগেছে।’

আরও পড়ুন,
শাবানা আজমির ৭৫ তম জন্মদিনে চাঁদের হাট! নাচে মেতে উঠলেন রেখা, মাধুরী, বিদ্যা, উর্মিলা

‘আর মেগাস্টার যেটা বললো গুঞ্জা চরিত্রের জন্য ওনাকে ধন্যবাদ। বাকিটা তোমরা সিনেমাতেই দেখতে পারবে, কতটা বন্ধুত্ব কতটা শত্রুতা। দেবদা আমাকে ভালো বললো, দেবদার মুখে ভালো শুনতে কার না ভালো লাগে? আমি তো আজকে উপরে উঠে গেছি ভাই। ভালো বলে দিয়েছে আমাকে।’

উল্লেখযোগ্য, দেব এমনই একজন তারকা যিনি তার সহকর্মীদের সবসময় আগে রাখেন। কখনোই নিজের কাজ সম্পর্কে কোনো প্রশংসা করতে দেখা যায় না তাকে বরং তার সাথে যারা কাজ করেন তাদের কাজকে সম্মান জানান। কিছুদিন আগেও অনির্বাণ ভট্টাচার্যের প্রশংসা করেছিলেন তিনি। এবার একই কাজ করলেন সোহিনীর ক্ষেত্রেও।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক