Dev: পুজো মিটতেই সপরিবারে বেড়াতে গিয়েছেন অভিনেতা দেব (Dev)। সেখান থেকে পোস্ট করে চলেছেন একের পর এক ছবি। ‘রঘু ডাকাত’ নিয়ে কয়েকদিন ভীষণই ব্যস্ত ছিলেন এই অভিনেতা। গোটা রাজ্যজুড়ে চলেছে জোরকদমে প্রচার। যদিও সিনেমাটি খুব একটা সফল হয়নি তবে তাতে কোনো ভ্রুক্ষেপ নেই অভিনেতার।
অফবিট
শীতের আগমনী বার্তা: এখনই বাগান সাজানোর মোক্ষম সময়! কোন ফুলগাছ বসাবেন? জানুন
কাজের ফাঁকে এবার সময় দিচ্ছেন পরিবারকে। বরাবরই ভীষণই পারিবারিক স্বভাবের দেব। যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন বরাবর পরিবারের জন্য আলাদা করে সময় রাখেন তিনি। একই বিষয়ে প্রেমিকা রুক্মিণীর ক্ষেত্রেও। মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন এদিক-ওদিক।
আবহাওয়া
আপাতত মুক্তি বর্ষা থেকে, বঙ্গে শীতের আমেজ শুরু কবে থেকে? কী জানাল হাওয়া অফিস
বিশেষ করে বিদেশে বেড়াতে যেতে দেখা যায় তাকে। সম্প্রতি তারা দুবাই পাড়ি দিয়েছেন। সেখান থেকে পোস্ট করেছেন একাধিক ছবি। কখনো দেখা যাচ্ছে মরুভূমির মাঝে বসে রয়েছেন তিনি আবার কখনো বোন ও মায়ের সাথে দাঁড়িয়ে রয়েছেন। সবকটি ছবিতেই তাকে অসাধারণ লাগছে দেখতে।
বিনোদন
নেটফ্লিক্সে বাজিমাত কৌশিক-পুত্র উজানের ‘কুরুক্ষেত্র’, টেক্কা শাহরুখ-পুত্র আরিয়ানের সিরিজকেও
তাইতো পোস্ট করামাত্র সেগুলো ভাইরাল ঝড়ের গতিতে। প্রত্যেকের মুখে একটাই কথা অভিনেতার যেন বয়স বাড়ছে না। ধীরে ধীরে তিনি আরো বেশি গ্ল্যামারাস হয়ে উঠেছেন। এছাড়াও অন্যান্য মন্তব্য করেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য কিছুদিন আগেই উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতিতে এগিয়ে এসেছিলেন তিনি।
তার তরফ থেকে সেখানে পৌঁছে দেওয়া হয়েছিল বিভিন্ন খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় জিনিসপত্র। আর এই বিষয়টির প্রশংসা করেছেন সকলে। কারণ, এতো কাজের ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি রাজ্যের বন্যাকবলিত মানুষদের কথা ভেবেছেন। যে বিষয়টি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।
বিনোদন
Mimi: প্রত্যেকের কথা অমান্য করে একাই বরফের দেশে পাড়ি মিমির! দেখুন ভিডিও