Dev: শেষ হলো ‘প্রজাপতি ২’ সিনেমার শ্যুটিং। বড়োদিনেই সেটি মুক্তি পেতে চলেছে বড়ো পর্দায়। সম্প্রতি এই সুখবর জানালেন সিনেমার নায়ক অভিনেতা দেব (Dev)। হয়তো অনেকেই জানেন ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘প্রজাপতি’ সিনেমা। বাবা ও ছেলের সম্পর্কের এক অন্য সমীকরণ উঠে এসেছিল সেখানে।
অভিজিৎ সেন পরিচালিত এই সিনেমা ছিল সুপারহিট। সেখানে মিঠুন চক্রবর্তী, দেব ছাড়াও অভিনয় করেছিলেন শ্বেতা ভট্টাচার্য, মমতা শঙ্কর প্রমুখ। কয়েক মাস আগেই এটির সিক্যুয়েলের কথা ঘোষণা করা হয়। সেইমতোই শুরু হয়েছিল শ্যুটিং। অবশেষে দেখতে দেখতে শেষ হলো সিনেমার শ্যুটিংয়ের কাজ।
আপাতত আনুষঙ্গিক কাজগুলো সম্পন্ন হওয়ার পর বড়োদিনে মুক্তি পাবে এই সিনেমা। জানা গিয়েছে, সেখানে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, ইধিকা পাল থেকে শুরু করে অন্যান্যরা। আগের মতো এখানেও বাবা ও ছেলের সম্পর্কের সমীকরণকেই দেখানো হবে তবে সেটি অন্য মোড়কে।
উৎসবে কীভাবে পরিবারের সদস্যদের পুনর্মিলন হয় এবং ভিন্ন ভিন্ন প্রজন্ম মিলেমিশে একাকার হয়ে যায় সেই নিয়েই ফুটে উঠবে কাহিনী। মূলত লন্ডন এবং কলকাতার প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এই পারিবারিক সিনেমা দর্শকেরা বেশ উপভোগ করবেন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখযোগ্য, ‘প্রজাপতি’ সিনেমায় দেখানো হয়েছিল কীভাবে এক মা হারা সন্তানকে বড়ো করে তোলেন বাবা মিঠুন। দুজনের খুনসুটি হাসি-ঠাট্টা সবমিলিয়ে আনন্দে দিন কাটাচ্ছিলেন তারা। সেখানে ধীরে ধীরে কীভাবে পরিবর্তন আসে এবং তার সাথে কীভাবে মানিয়ে নেন সেই নিয়ে ফুটে উঠেছিল কাহিনী। আপাতত এটাই দেখার ‘প্রজাপতি ২’কে কতটা পছন্দ করেন ভক্তরা।
#Dev #Projapoti2

