ঘুরতে যেতে কার না ভালো লাগে, সারা বছর কাজ করার পর সবাই চায় একঘেয়েমি থেকে মুক্তি পেতে। আর এই একঘেয়েমি থেকে মুক্তি পেতে ঘোরাটা দারুন একটা উপায়, এতে স্বাস্থ্য ও মন দুই ভালো থাকে। কম খরচে ঘুরতে যাওয়ার জন্য দীঘা হচ্ছে সেরা ঠিকানা।দীঘা প্রেমিদের জন্য দারুন একটি সুখবর রয়েছে,যা শুনলে আনন্দে আত্মহারা হয়ে যাবে ভ্রমণ পিপাসুরা।
শোনা যাচ্ছে দিঘা যাওয়ার জন্য কলকাতা থেকে চালু হচ্ছে বিমান পথের যাত্রা। তবে কি এ বছর পুজোর আগেই এই পরিষেবা শুরু হতে চলেছে? নাকি এখনো অনেক দেরি। এই হেলিকপ্টার পরিষেবার জন্য চারিদিকে হৈ হৈ লেগে রয়েছে। দীঘা জায়গাটি বেশ অনেকেরই খুব পছন্দের জায়গা,২০১৬
দিঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার জায়গায় হেলিকপ্টার পরিষেবা শুরু হয়েছিল, এটি উদ্বোধন করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী সহ আরো নানান সরকারি আধিকারিকরা যাতায়াত করেন। এই হেলিকপ্টারে করে কলকাতা থেকে দীঘা যেতে গেলে জনপ্রতি ২০০০ টাকা করে ভাড়া লাগতো। তবে বর্তমানে কলকাতা টু দীঘা হেলিকপ্টার পরিষেবাটি বন্ধ রয়েছে,খবর শোনা যাচ্ছে পুজোর আগে অর্থাৎ বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এর আগেই এই পরিষেবা আবারো নতুনভাবে চালু হতে চলেছে।
দিঘাতে নতুনভাবে হেলিকপ্টার পরিষেবা চালু হওয়ার কথা শুনে এগরা বিধানসভার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেছেন, ‘ঘুরতে আসার জন্য দীঘা বর্তমানে সেরা একটি স্থান অর্জন করে নিয়েছে, এখানে যদি আবারো হেলিকপ্টার পরিষেবা চালু হয় তাহলে , পর্যটকদের কাছে এটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে’। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি মিস্টার নিতাই চরণ বাবু বলেছেন, ‘দিঘাতে হেলিকপ্টার পরিষেবা চালু হলে পর্যটকদের ভ্রমণ করতে আরো সুবিধা হবে’। তবে মহাকুমা শাসক, সৌভিক ভট্টাচার্য জানালেন, এখনো পর্যন্ত দীঘায় হেলিকপ্টার পরিষেবা নতুন ভাবে চালু করার কোনোরকম সিদ্ধান্ত এখনো স্থির হয়নি।
আরও পড়ুন,
*মেয়েকে নিয়ে বড় সিদ্ধান্ত দীপিকা, অনুষ্কার প্যারেন্টিং স্টাইল অনুসরণ!