মকর সংক্রান্তিতে কী কী করলে ভাগ্য আপনার সঙ্গে থাকবে? মেনে চলুন এই দশ টোটকা

আগামী ১৪ই ফেব্রুয়ারী মকর সংক্রান্তি। হিন্দু ধর্মে এই দিনটিকে একটি শুভ দিন হিসেবে মানা হয়। এদিন শুভ যোগ রয়েছে তেমনই এই দিন কিছু নিয়ম মানলে তা পরিবারের জন্য শুভ হয়ে ওঠে। তাই কিছু নিয়ম যা মেনে চলতে বলা হয় এই দিন। এই দিন কী কী করা শুভ, তা জেনে নিন –

মকর সংক্রান্তির দিন সকাল বেলায় গঙ্গা স্নান করতে হবে। যদি তা সম্ভব না হয় তবে যেকোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে। স্নানের সময় সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করুন।

এদিন একটি রুটি নিয়ে তাতে ঘি মাখিয়ে তাতে সামান্য গুড় দিয়ে গরুকে খাওয়ান।

এদিন তামার একটি ঘটিতে লাল ফুল, লাল চন্দন ও সামান্য আতপ চাল দিয়ে জল নিবেদন করুন।

এদিন বাড়িতে কেউ এলে খালি হাতে ফেরাবেন না।

এদিন বাচ্চাদের ঘুড়ি উপহার দিন। মকর সংক্রান্তির দিন ঘুড়ি উপহার দেওয়া একটি ভালে লক্ষণ বয়ে নিয়ে আসে।

এদিন দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তাই সম্ভব হলে কম্বল, গুড়, লাল বস্ত্র দান করতে পারেন।

এদিন বাড়ির সামনে কোনোভাবেই নোংরা রাখা যাবে না। আগের থেকেই সমস্ত নোংরা পরিষ্কার করে রাখতে হবে।

এদিন সম্ভব হলে বাড়ির সকলক দেবদেবীকে নতুন বস্ত্র পরালে ভালো।

এদিন বাড়ি থেকে কেউ দূরে যাত্রা করবেন না।

মকর সংক্রান্তির দিন সম্ভব হলে বাড়িতে খিচুড়ি রান্না করে তা দান করতে পারেন। এটি শুভ ফল বয়ে আনে।

আরও পড়ুন,
*‘অ্যানিম্যাল’ ছবিতে রনবীরের সঙ্গে এই দৃশ্যে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেছিলেন তৃপ্তি, কোন দৃশ্যের কথা জানালেন অভিনেত্রী?

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক