‘দুর্গতিনাশিনী’, RG Kar কাণ্ডের প্রতিবাদে গায়ে কাঁটা দেওয়া গান সংগীত শিল্পী শানের

পুজোর আর বেশি দিন নেই কিন্তু আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমনই যে আমাদের কাছে পুজোর আনন্দটা অনেকটাই ফিকে হয়ে গেছে। কারণ তিলোত্তমার এমন দুর্বিষহ ভাবে হত্যা। আন্দোলন চলছে আন্দোলন চালিয়ে যেতে হবে আর তারই মাঝে মুক্তি পেল সংগীত শিল্পী শান এর গাওয়া দুর্গতিনাশিনী গানটি।

তিলোত্তমার এই মৃত্যু কেউই মেনে নিতে পারছে না সেলিব্রেটিরা সবাই পথে নেমেছে। আর ঠিক এই সময়েই শান তার দুর্গতিনাশিনী গান নিয়ে হাজির হয় এটা মূলত কি প্রতিবাদী গান তিনি প্রতিবাদী ভাষায় এই গানটি গেয়েছেন তার গানটি শুনলে আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে।

শান একজন জনপ্রিয় সিঙ্গার বিশেষ করে 90 দশকের ছেলে মেয়েরা তার গান শুনে বড় হয়েছে এখনো তার গান শুনলে মন ছুঁয়ে যায় শান প্রতিবছর দুর্গাপূজার আগে একটি করে গান রিলিজ করে থাকেন কিন্তু এবছর তিনি তার অন্যথা করেনি এ বছরও তিনি গান রিলিজ করেছে।

কিন্তু সেই গান সম্পূর্ণ আলাদা বর্তমানে পরিস্থিতিতে মাথায় রেখে এই গানটি গেয়েছেন অশুভ শক্তি নাশ করে নারী শক্তির জাগরণ। যারা আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছে তাদের অনুপ্রেরণা দেবে এই গানটি ।

ইতিমধ্যেই গানটি লক্ষাদিক ভিউ হয়েছে। উৎসবের মরশুমে বাণিজ্যক শো করার কথা সাফ মানা করে দিয়েছেন । এই গানটি সম্পর্কে জানাতে গিয়ে শান বলেন বর্তমানে এই আরজিকর হত্যাকান্ডের বিরুদ্ধে মানুষকে একজোট করে প্রতিবাদ করতে আমার এই আহ্বান আমার এই গানটি সেই নারীদেরকে সেই মানুষদেরকে সাহস দেবে তারই একটা ছোট্ট প্রচেষ্টা আমি করেছি। মা দুর্গা যেমন অসুর বধ করে শুভ শক্তির সঞ্চার ঘটায় ঠিক তেমনই নারী একজোট হয়ে লড়াই করলে ও অশুভ শক্তির নাশ নিশ্চিত।

আরও পড়ুন,
*হাতে গুনে দিন কয়েক পর পুজো, বাংলা গানে ‘রক’-এর ছোঁয়া গিটারে অমিত, কণ্ঠে রূপম

error: Content is protected !!