সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম এবং তা থেকে বিয়ে হওয়ার খবর আমরা এর আগেও দেখেছি। সামাজিক মাধ্যমে ছবি দেখে অনেকের অনেককে ভালো লেগে যায়৷ আর সেই ভালোলাগা ধীরে ধীরে পরিণত হয় ভালোবাসায়। কিন্তু সোশ্যাল মিডিয়া মানে কি শুধুই এটুকুই? না। কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফাঁদ পেতে অনেকেই নানান কাজকর্ম করে এবং পরে পুলিশের জালে আটক হয় তা নতুন নয়।
এমন অনেকেই রয়েছেন যারা খুব সহজেই সামাজিক মাধ্যমকে বিশ্বাস করে নেন। আর তাদেরকে ফাঁদে ফেলে এই জাল চক্র চালায় অনেকেই। সেই ফাঁদে যারা পা দেন তাদের হারাতে হয় সর্বস্ব। সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা সমাজ বর্তমানে ঠিক ও ভুলের পার্থক্য করতে ভুলে গিয়েছে অনেকক্ষেত্রেই। আর তাই মাঝেমধ্যে এমন কিছু জাল চক্রের হদিশ পাওয়া যায় যা জানার পর স্তম্ভিত হতে হয়।
তেমনই সম্প্রতি খবরে প্রকাশ পেয়েছে, ডেটিং অ্যাপের মাধ্যমে মার্কিন মডেল সেজে ৭০০-এরও বেশি মহিলার সঙ্গে প্রতারণা করেছে এক যুবক। আপাতত তাকে গ্রেফতার করেছে পশ্চিম দিল্লির সাইবার পুলিশ। জানা গিয়েছে, ওই ধৃত যুবকের নাম তুষার সিং বিশ্ত। দিনের বেলায় সে একটি বেসরকারি সংস্থায় কাজ করত। এরপর রাত হলেই মার্কিন মডেল রূপে ফাঁদ পাততো।
অভিযোগ উঠেছে, একটি অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে ভার্চুয়াল আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করত সে। এরপর সে বাম্বল ও স্ন্যাপচ্যাট-এর মত জনপ্রিয় ডেটিং সাইটে নিজের ভুয়ো প্রোফাইল তৈরি করত। মার্কিন মডেলের আদলে সে তৈরি করত প্রোফাইল। ওই প্রোফাইলের সাহায্যে ১৮ থেকে ২৫ বছর বয়সী মেয়েদের টার্গেট করত সে। এরপর তাদের সঙ্গে কথা বলা, বিশ্বাস অর্জন করা এবং শেষমেশ ফোন নম্বর নেওয়া।
যারা বিশ্বাস করে ছবি ও ভিডিও দিতেন তাদের পরে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত সে। এরপর ওই যুবককে গ্রেফতার করে পশ্চিম দিল্লির সাইবার পুলিশ। তাকে গ্রেফতার করে ১৩টি ক্রেডিট কার্ড পাওয়া গিয়েছে। আগামীতে তার ন্যায্য সাজা হবে। কিন্তু প্রশাসনের এত সতর্কতার পরেও ভালবাসার ছদ্ম স্বীকৃতি পাওয়ার লোভে অনেকেই নিজের স্বাভাবিক বোধকে হারিয়ে ফেলছেন না তো?
আরও পড়ুন,
*আপাতত এইচএমপিভি ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ নেই, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা