Electric bill will be lower even by running the fan, know the way

গরমের দাপটে নাজেহাল অবস্থা সকলের। এই সময় এয়ার কন্ডিশনার এবং সিলিং ফ্যানের বিরাম নেই। অবিরত তাদের ব্যবহার করা হচ্ছে। যদিও ভারতের মতন দেশে বেশিরভাগ সময় গরমকাল বিরাজ করে। আর তাই শীতের কয়েক মাস বাদ দিলে প্রায় সারা বছরই ফ্যান চালাতে হয়।

তাই ফ্যানের প্রয়োজনীয়তা গোটা বছর জুড়েই। আর এই সিলিং ফ্যান নিয়ে একটি ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকেই মনে করে ফ্যানের গতি সর্বোচ্চ থেকে কমিয়ে তিন বা চার’এ আনলে বৈদ্যুতিক বিল কম উঠবে। সেই ধারণা কি ঠিক? আজকের প্রতিবেদনে সেই অজানা প্রশ্নের উত্তর রইল।

বর্তমানে সিলিং ফ্যানের সঙ্গে রেগুলেটরের সাহায্যে ফ্যানের গতি কমানো বা বাড়ানো যায়। রেগুলেটর ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে। কিন্তু ফ্যানের গতি কমানো বা বাড়ানোতে বৈদ্যুতিক বিল কম বা বেশি পোড়ে।

এই প্রশ্নের একটিই উত্তর ‘না’। রেগুলেটরের সাহায্যে ফ্যানের গতি কম বা বেশি করার মধ্যে বৈদ্যুতিক বিলের কোনো সম্পর্ক নেই। কারণ রেগুলেটর শুধুমাত্র ভোল্টেজ কমানোর মধ্যে দিয়ে ফ্যানের গতি কম বা বেশি করে মাত্র। এছাড়া আর কোনো কাজ করে না। এই রেগুলেটরে ফ্যান ৭-এ ঘুরলেও যেই বিল উঠবে সেটি ৩ বা ৪-এ ঘুরলেও একই বিল উঠবে।

তবে একটি উপায় রয়েছে বিল কম করার। তার জন্য ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করতে পারেন। তবে সাধারণ রেগুলেটরের থেকে এই রেগুলেটরের দাম বেশি। বর্তমানে ইলেকট্রনিকস-এর প্রায় সব দোকানে এই রেগুলেটর পাওয়া যায়। সেগুলি সিলিং ফ্যানের জন্য লাগাতে পারেন। যার ফলে বৈদ্যুতিক বিল কিছুটা কম আসবে।

আরও পড়ুন,
*Ushasi Ray: স্লিভলেস ব্লাউজ, লাল টুকটুকে শাড়িতে লাস্যময়ী ঊষসী! অভিনেত্রীর বোল্ড লুক
*কোন দেশের মানুষ প্রথম আইসক্রিম তৈরি করে?