অবশেষে প্রকাশ্যে এলো ইশা সাহা এবং ঋত্বিক চক্রবর্তী অভিনীত আগামী সিনেমা ‘অপরিচিত’র টিজার। যেটি দেখে রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, বেশ অন্য ধরনের একটি গল্প আসতে চলেছে আগামী জানুয়ারী মাসে।
এতোদিন পর্যন্ত আমরা অনেক রকমের গোয়েন্দা কাহিনী দেখেছি টলিউডে। তবে এই সিনেমাটি তাদের থেকে বেশ আলাদা হতে চলেছে এমনটাই জানিয়েছেন সিনেমার কলাকুশলীরা। যেখানে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে প্রধান চরিত্রে।
টিজার থেকে জানা গিয়েছে ঋত্বিককে একটি গাড়ি এসে ধাক্কা দেবে, এবং তিনি আংশিক স্মৃতিশক্তি হারিয়ে ফেলবেন। এরপর তাকে হাসপাতালের বিছানায় দেখা যাবে দীর্ঘদিন। তার জীবনে কোন কোন ঘটনা ঘটে এবং সেগুলো থেকে তিনি কীভাবে বেরিয়ে আসেন সেই নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা। ঋত্বিক ছাড়াও সেখানে দেখা যাবে আরেক জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে।
যাকে আমরা সাধারণত একেনবাবুর চরিত্রে দেখেছি। এই সিনেমাতেও তিনি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রতে অভিনয় করতে চলেছেন। জানা গিয়েছে, সিনেমাটি নতুন বছরের জানুয়ারী মাসে মুক্তি পেতে চলেছে। অন্যদিকে সামনে একগুচ্ছ সিনেমা মুক্তির তালিকায় রয়েছে। ‘সন্তান’, ‘খাদান’ থেকে শুরু করে আরো বেশ কিছু সিনেমা মুক্তি পেতে চলেছে।
যার দ্বারা এটাই স্পষ্ট হয় যে আগামী দিনে ইন্ডাস্ট্রিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন দর্শকেরা। কোন সিনেমা দর্শকদের বেশি আকর্ষণ করেন তা তো সময়ই বলবে। তবে তারা যে বেশ কয়েকটি ভালো সিনেমা উপহার পেতে চলেছেন তা আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না।