জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এর নায়িকা অপু অর্থাৎ দিতিপ্রিয়া রায়কে নিয়ে সম্প্রতি উদ্বেগে ভক্তরা। সাম্প্রতিক পর্বগুলিতে তাঁকে কিছুটা বিবর্ণ ও দুর্বল দেখাচ্ছে বলে দর্শকদের অনেকে মন্তব্য করেছেন। অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।
শনিবার নিজের অনুরাগীদের উদ্দেশে এক আবেগঘন পোস্টে দিতিপ্রিয়া জানান, কদিন আগেই তাঁর অপারেশন হয়েছে। তিনি লেখেন,
“অনেকেই জানতে চাইছেন কেন আমাকে এত বিবর্ণ বা দুর্বল দেখাচ্ছে। আমি জানাতে চাই যে আমার অপারেশন হয়েছে। আমি এখন সেলাই নিয়ে কাজ করছি। এখনও আমার নাকের মধ্যে রয়েছে সায়ালাস্টিক শিটস। আর এই কারণে আমার পক্ষে খুব বেশি কথা বলার অনুমতি নেই। আমার জন্য হাসাও এখন বেশ কষ্টের। এই কষ্ট নিয়েও আমি শ্যুটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ আপনাদের ভালোবাসা আমার অন্যতম বড় শক্তি। আমাকে নিয়ে এভাবে চিন্তা করার জন্য এবং পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।”
দিতিপ্রিয়ার এই সাহস ও দায়বদ্ধতা দেখে আপ্লুত ভক্তরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা ভেসে যাচ্ছে।
অভিনেত্রীর পোস্টটি শেয়ার করে সহ-অভিনেতা জিতু কমল লিখেছেন,
“আর দু-এক দিনের মধ্যেই আমার সহযোদ্ধা সেই শক্তি নিয়ে ফ্লোরে ফিরে আসবে, যা দিয়ে এতদিন আপনাদের মনোরঞ্জন করেছে ও। পাশে থাকবেন ও ভরসা রাখবেন ওর উপর।”
এই পোস্টে মন্তব্য করে দিতিপ্রিয়া জবাব দেন,
“এইভাবে এই সময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ সহযোদ্ধা। We will rock soon.”
কিছুদিন আগেই তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে গুজব ছড়িয়েছিল, যা নিয়ে চিন্তায় ছিলেন ধারাবাহিকপ্রেমীরা। কিন্তু সাম্প্রতিক এই পোস্টই প্রমাণ করে, সব মনোমালিন্য ভুলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন দু’জনেই।
বর্তমানে চিরদিনই তুমি যে আমার টিআরপি চার্টে শীর্ষে বা দ্বিতীয় স্থানে অবস্থান করছে। দর্শকদের ভালোবাসা ও অভিনেতাদের পেশাদারিত্বই ধারাবাহিকটিকে জনপ্রিয়তার শিখরে রেখেছে।
বিনোদন
চোখে-মুখে ক্রূর হাসিতে যেনো লুকিয়ে রহস্য, পাওলি দামের নতুন অবতারে তবে কীসের ইঙ্গিত? জানুন
#DitipriyaRoy #JeetuKamal #ChirontoneTumiJeAmar #ZeeBangla #BengaliSerial #TollywoodNews #EntertainmentBuzz #BengaliTelevision #TRPTopper #CelebrityUpdate