kmc 20240715 203944

এবার থেকে লিভ-ইন সম্পর্কে থাকতে গেলেও করতে হবে রেজিস্ট্রেশন! সম্প্রতি এমনই আইন এনেছে উত্তরাখণ্ড সরকার। বর্তমানে আমরা সকলেই জানি যে যুবক-যুবতীরা বিয়ে নামক প্রতিষ্ঠানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছেন।

আসলে চারিদিকে এতো বিচ্ছেদের খবর যে বিয়ের পিঁড়িতে বসতেই ভয় পাচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে বেছে নিয়েছেন লিভ-ইন সম্পর্ককে। এই সম্পর্কে মূলত কোনোরকম দায়বদ্ধতা থাকে না একে অপরের প্রতি। সময়ের সাথে সাথে এরকম জুটির সংখ্যা বেড়েই চলেছে।

এমনকি অনেক সময় এও দেখা যায় যে বাবা-মায়ের অজান্তেই লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করে তাদের ছেলেমেয়েরা। ফলস্বরূপ অনেক সময় সমস্যাতেও পড়তে হয় তাদের। তাইতো এবার সেটি নিয়ে নতুন আইন পাশ করলো উত্তরাখন্ডে বিধানসভা।

সম্প্রতি তাদের বিধানসভায় পাস হয়েছে ‘ইউনিফর্ম সিভিল কোড।’ যেখানে সম্পর্ক নিয়েও আলাদা আইন আনা হয়েছে। তাতে বলা হয়েছে ১৮ থেকে ২১ বছর বয়সী যুগল যদি লিভ-ইন করতে চায় তাহলে তাদের বাবা-মায়ের মান্যতা থাকা আবশ্যক। এছাড়া যদি ২১ বছরের উর্ধ্বে কেউ থাকতে চান তাহলে তাদের আলাদা রেজিস্ট্রেশন করতে হবে।

যদিও তাদের তথ্য প্রকাশ্যে আনা হবে না বলেই আশ্বাস দিয়েছে উত্তরাখণ্ড সরকার। বিষয়টি প্রকাশ্যে আসতেই এই নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। অনেকে যেমন বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেছেন, আবার কেউ কেউ সেটা নিয়ে সমালোচনা শুরু করেছেন।